গাজায় তিন ধাপে যুদ্ধ করবে ইসরায়েল

গাজায় তিন ‘ধাপে যুদ্ধ করবে ই’সরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ ‘গ্যালান্ট তেল :আবিবে সংসদের পররাষ্ট্র ও ”প্রতিরক্ষা কমিটির বৈঠকে ‘বক্তৃতার সময় এ কথা বলে’ছেন। এ সময় তিনি গাজা’ উপত্যকায়

 

 

ইসরায়েলের যুদ্ধ’ পরিকল্পনা ও উ’দ্দেশ্যগুলো তুলে ধরেন।ইয়োভ গ্যালা’ন্ট বলেছেন, উ’দ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে সামরিক ও স রকারি সক্ষম”তা ধ্বংস ক”রে হামাসকে নির্মূল করা এবং একটি “নতুন ‘নিরাপত্তা “ব্যব’স্থা’ তৈরির মাধ্যমে

 

 

গাজার ও’পর ইসরায়েলের’ যেকোনো ‘দায়িত্ব সম্পূর্ণভাবে অপসারণ ক’রা।যুদ্ধের তিনটি প্রধা’ন ধাপ থাকবে উল্লেখ করে গ্যালা’ন্ট কমিটির সদস্যদের ‘বলেন, ইসরায়েল এখন প্রথম পর্যায়ে  রয়েছে। এ ধাপে ‘হামাসকে পরাজিত ও ধ্বংস

 

 

করা হবে। এর ‘ জন্য প্রথমে বিমান ‘ হামলা এবং পরে স্থল অভিযানে’র মাধ্যমে হামাসের’ অবকাঠামো ধ্বংস করা হবে।ইসরায়েলি প্রতি’রক্ষামন্ত্রী ‘বলেন, ‘দ্বিতীয় ধাপেও হামলা চালানো হ’বে, তবে তার’ তীব্রতা কম থাকবে।

 

 

সেনারা হামাসের” প্রতিরোধের জায়গা’গুলো নির্মূলে কাজ করবে।এ ছাড়া তৃতীয়’ ধাপ হবে “গাজা উপ”ত্যকায় একটি নতুন নিরাপত্তা” ব্যবস্থা তৈরি করা, গাজা” উপত্যকায়

 

 

দৈনন্দিন জীবনের জন্য” দায়িত্ব থেকে ই”সরায়েলের সরে যাওয়া এবং ইসরায়েলের “নাগরিক ও গাজার “পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা”দের জন্য একটি নতু”ন নিরাপত্তা বাস্তবতা তৈরি করা।৭ অক্টো”বর থেকে ইসরা”য়েলি বোমাবর্ষণ ও

 

 

অবরোধ আরোপে”র মাধ্যমে গাজায় “সংঘাত শুরু হয়, যখন হামাস ইসরায়েলে” অনুপ্রবেশ করে এবং “নজিরবিহীন হামলা চালায়। “এরপর ইসরায়েলি সা”মরিক বাহিনী গাজা উপত্যকায় হা”মাসের লক্ষ্যবস্তু”গুলোতে হামলা শুরু করে

 

 

এবং যুদ্ধ ঘো”ষণা করে।গাজা”য় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় চার হাজা”র ফিলি”স্তিনি “নিহত হয়েছে। ইসরায়েলে নি”হত হয়েছে প্রায় “এক হাজার ৪০০ মানুষ।

সূত্র : টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *