গাজায় খাবার-জ্বালানি ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৬৮৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৭ জনে। আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৭২৭ জন।

 

 

 

 

 

অবরুদ্ধ এই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই গাজাকে অবরুদ্ধ করে ফেলেছে দেশটির সৈন্যরা।

 

 

 

 

 

আগে থেকে বিচ্ছিন্ন এই অঞ্চলটিতে প্রবেশ করতে দিচ্ছে না কোনো ধরনের খাবার, জ্বালানি ও অন্যান্য সামগ্রী।

 

 

 

 

 

 

 

গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

 

 

 

 

 

তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার মিসাইল ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা।

 

 

 

 

 

 

 

ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের রক্তক্ষয়ী এ যুদ্ধে এ পর্যন্ত আট শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

 

 

 

 

 

 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে—গাজার হাসপাতালগুলোতে এখন পর্যন্ত ৬৮৭ জনের মরদেহ

 

 

 

 

 

এসেছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় এই অঞ্চলজুড়ে আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৭২৭ জন।

 

 

 

 

 

এদিকে গাজা উপত্যকায় সব ধরনের খাবার, জ্বালানি, ওষুধসহ অন্যান্য পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সীমান্তে অতিরিক্ত সেনা এবং জলসীমায় অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

 

 

 

 

 

 

ইসরায়েলি সেনাবাহিনী স্বল্প সময়ের নোটিশে দেশের ৩ লাখ রিজার্ভ সৈন্যকে সক্রিয় ডিউটিতে ডেকে পাঠিয়েছে।

 

 

 

 

 

 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত গাজা অবরোধের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাহিনীকে নির্দেশ দিয়েছেন গাজার সব বিদ্যুৎ সংযোগ কেটে দিতে, খাদ্য,

 

 

 

 

 

জ্বালানিসহ অন্যান্য সব প্রয়োজনীয় উপকরণ যেন গাজায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি।

 

 

 

 

 

ইসরায়েলের এমন ঘোষণার পর গাজার নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মহাসচিব জ্যান এগেলন্ড বলেছেন, ইসরায়েলের এমন উদ্যোগের ফলে গাজাবাসীর জীবনে আক্ষরিক অর্থেই ‘নরক নেমে আসবে।’

 

 

 

তিনি বলেছেন, ‘এই বিষয়ে কোনো সন্দেহ নেই এভাবে সবাইকে শাস্তি দেওয়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৈঠকে বসছেন আরব নেতারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *