গাজায় ইসরায়েলের হামলা নিয়ে রাইসি-পুতিনের ফোনালাপ

ইরা’নের প্রেসি’ডেন্ট ইব্রাহিম ‘রাইসি ও রাশি’য়ার প্রেসিডেন্ট ভ্লাদি’মির পুতি’ন গাজার বর্ত’মান পরিস্থিতি নিয়ে ‘এক ফোনকলে আলাপ করে’ছেন। প্রেসিডেন্ট’ রাইসির’ রাজনৈ’তিক বিষয়’ক উপপ্র’ধান মোহাম্মদ জামশিদির’ বরাত দিয়ে ইরানের

সরকারি সংবা’দমাধ্যম ইসলামি’ক রিপাবলিক’ এক প্রতিবেদনে এ খবর জা’নিয়েছে।ওই প্রতিবেদন’ অনুসারে, ফোন’কলে হামাস–ইসরায়েল’ যুদ্ধের কারণে ফিলি’স্তিনে যুদ্ধাপরা’ধের পরিমাণ বাড়ছে বলে সত’র্ক করেছে’ন ইরানের প্রেসি’ডেন্ট’ রাইসি।

আজ সোমবার ‘সামাজিক যোগাযো’গ মাধ্য’ম এক্স প্ল্যা’টফর্মে (সাবেক টুইটার’) জামশিদি এ’ক পোস্টে বলেন, ‘প্রেসিডে’ন্ট রাইসি এবং’ প্রেসিডেন্ট পু’তিনের ফোনকল আ’লোচনায় রাইসি চলমান যুদ্ধে ইহুদি’বাদের দ্বারা সং’ঘটিত যুদ্ধাপ’রাধের সম্পর্কে

সচেতন করেছেন।’’জামশিদি ওই পোস্টে ‘আরও বলেন, ‘চলমান অবরোধ, নারী ও ‘শিশুদের নির্বিচারে হত্যা’ এবং গাজার বৈধ ও নির্বা’চিত সরকারের ওপর ‘হামলা এক দীর্ঘ এবং’ বহুমাত্রিক যুদ্ধে রূপ নেবে’ বলেও জানিয়েছেন।’’দুই ।

প্রেসিডেন্ট ককেশাসে চলমান সংঘাত নিয়েও ‘আলোচনা করেছেন ব’লে জানিয়েছেন জামশি’দি।গত ৭ অক্টোবর সকালে ই’সরায়েলের ওপর ২০ মিনিটে’র মধ্যে অন্তত’ ৫ হাজার রকে’ট ছোড়ে হামাস। এরপর ইসরায়েলও’ যুদ্ধ ঘোষণা ক’রে

হামাসের বিরু’দ্ধে। দুই পক্ষের চলমা’ন এ যু’দ্ধে গাজায় এ পর্যন্ত’ ২ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। আহত’ হয়েছেন ৯ হাজার’ ৪০০ জনেরও: বেশি মানুষ। এ তথ্য নিশ্চি’ত করেছে ফিলিস্তিনের প্র’তিরক্ষা বাহিনী। অপরদি’কে আ’ইডিএফের’

কর্মকর্তারা’ জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলা’য় প্রাণ হা’রিয়েছেন ১ হাজার ৪০০ জনের’ও বেশি ইসরা’য়েলি ও ‘অন্যান্য দেশের নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *