খেলায় নয়, ক্রিকেটারদের মন পড়ে থাকে টাকায় : হাইকোর্ট

বাংলাদেশ ক্রি’কেট দলের খেলার ‘মান নিচে নেমে গেছে; ক্রিকেটারদের ‘এখন খেলার দি’কে মনোযোগ থাকে না; তাদের মন থাকে” টাকা উপার্জনের দিকে—এমন মন্তব্য করেছেন হা’ইকোর্ট। ক্রিকেটের ‘ধারাভাষ্য থেকে ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারে হওয়া ‘রিটের শুনানিতে বুধবার

বিচারপতি মোস্তফা’ জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হা’ইকোর্ট বেঞ্চ ‘এ মন্তব্য করেন।আদালতে শুনানির শুরুতে রিট’কারী আইন’জীবী অ্যাডভোকেট এ বি এম ওয়ালি’উর রহমান খান বলে’ন, ওয়াকার ইউনিস আইসিসির আ’ইন লঙ্ঘন ক’রে বাংলাদেশ ক্রিকেট ও অধিনায়ক ‘সাকিব আল হা’সান সম্পর্কে বার বার কটূক্তি

করেছেন। তিনি এটা’ করতে পা’রেন না। এ সময় হাইকোর্ট জানতে চান,’ ওয়াকার ইউনি’সের বাড়ি কি পাকিস্তানের পাঞ্জাবে? তাহলে’ তো তারা একা’ত্তরে পরাজয়ের গ্লানি ভুলতে পারবে’ না!আদালত ব’লেন, তবে আমরা ক্রিকেটের অন্ধ সাপো’র্টার হতে চা’ই না। এটা

বলতেই হবে যে বাংলাদেশে’র ক্রিকেট দলের’ খেলার মান নিচে নেমে গেছে। এখন ‘ক্রিকেটারদের খেলা’র দিকে মনোযোগ নেই; তাদের মন ‘পড়ে থাকে টাকা’ উপার্জনের দিকে।এরপর আদালত বাং’লাদেশ ক্রিকেট ‘ও বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক সা’কিব আল ‘হাসান সম্পর্কে কটূক্তি করায় আন্তর্জাতিক ক্রি’কেটের ধারা ‘ভাষ্যকারের তালিকা

থেকে পাকিস্তানের ওয়াকার’ ইউনিসের’ নাম প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ’ দায়ের কর’তে কেন নির্দেশ দেওয়া হবে না তা ‘জানতে চেয়ে রুল’ জারি করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘ও বিসিবি প্রেসি’ডেন্টকে ১০ দিনের মধ্যে রুলের জ’বাব দিতে বলা’ হয়েছে।আদালতে রিটের পক্ষে

শুনানি করেন ” এ বি এম ওয়ালিউর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছি’লেন ডেপুটি’ অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী’ অ্যাটর্নি ‘জেনারেল সেলিম আজাদ।প্রসঙ্গত, বিশ্বকাপের ৩৮তম ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যা’ঞ্জেলো ম্যা’থিউসকে টাইম আউট করেন সাকিব আল হাসান। ‘আই’সিসি’র নিয়মে টাইম আউট

থাক’লেও এতদি’ন এর প্রয়োগ’ হয়নি। অ্যাঞ্জেলো ম্যাথিউস দুই মিনিটের মধ্যে ‘বল খেলতে ‘না পারায় সাকিব আম্পায়ারের ‘দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার ম্যাথুসকে আউট ঘোষণা করেন।এ ঘটনায় ‘ক’মেন্ট্রি বক্সে সমালোচনা করেন পাকিস্তানের কিংবদন্তি ‘ক্রিকেটার

ওয়াকার ইউনিস ও শ্রীলঙ্কার সাবেক তারকা ‘ক্রিকেটার রাসেল আরনল্ড। তারা বলেছেন, ‘এ রকম ‘অখেলোয়াড়সুলভ আচরণ কখনো দেখিনি।’এক পর্যায়ে ধারাভাষ্যকার ওয়াকার ইউনিস সাকিব আল হাসান সম্পর্কে

বলেন,‌ ‘গান্ধি (বাজে) ক্রিকেট, ছি ছি সাকিব এটা কী কর”ল। তবে একমাত্র সাকিবের পক্ষেই এমনকিছু সম্ভব। আরও’ বলেছে, বাংলাদেশ যা করেছে তা ক্রিকেটের চেতনা ‘বিরোধী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *