কোভিডের তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৭০ শতাংশ পর্যন্ত

নিপাহ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার কোভিড-এ আক্রান্তদের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

সংস্থাটি বলছে, কোভিডের ২-৩ শতাংশের তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশের মধ্যে রয়েছে।

দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় নিপাহ ভাইরাসে আক্রান্ত বাড়ার মধ্যেই এ খবর দিলো আইসিএমআর। কেরালায় নিপাহ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৮০ জন। তাদের মধ্যে ৩২৭ জনই স্বাস্থ্যকর্মী।

এদিকে কেরালায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব এবং কোভিডের তুলনায় এর উচ্চ মৃত্যুর হারের পরিপ্রেক্ষিতে ভাইরাল রোগটির বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির কাজ শুরু করার পরিকল্পনা করছে আইসিএমআর।

সংস্থাটির প্রধান রাজিব বাহুল বলেন, ‘২০১৮ সালে অস্ট্রেলিয়া থেকে মনোক্লোনাল অ্যান্টিবডির কিছু ডোজ পাই। এখন কেবল ১০ জন রোগীর এই ডোজ রয়েছে। আমরা মনোক্লোনাল অ্যান্টিবডির আরও ২০ ডোজ সরবরাহ করতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছি।’

ভারতের বাইরে নিপাহ ভাইরাসে আক্রান্ত ১৪ জন মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা গ্রহণের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান রাজিব বাহুল।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *