কানাডায় ফিলিস্তিন সমর্থকদের উল্লাস

ইসরায়েলে হামাসের হামলার পর কানাডার অন্টারিও প্রদেশে এ নিয়ে উল্লাস করেছে একদল যুবক।

তারা হামাসের প্রতি সমর্থন জানিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে। এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিন সমর্থকরা ট্রাক ও গাড়ি নিয়ে রাস্তায় নামে। এসময় তারা হামাসের হামলার খবরে উল্লাসে ফেটে পড়ে। এর আগে কানাডার টরন্টোতেতেও ওড়ানো হয় ফিলিস্তিনের পতাকা।

এদিকে ইসরায়েল-হামাস নতুন সংঘাতের প্রেক্ষিতে কানাডায় অবস্থিত ইহুদিদের উপাসনালয় বা সিনাগগের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

সিনাগগসহ ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

আতঙ্কে দেশ ছাড়ছেন ইসরায়েলিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *