কর্মীদের সঙ্গে সংঘর্ষে যা বলল যুক্তরাষ্ট্রের

ন্যূনতম মজুরির ‘দাবিতে বাংলাদে'”শে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের “আন্দোলনে “সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরা”ষ্ট্র। একই স’ঙ্গে বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে অপরাধী’করণে নিন্দা জানিয়েছে দেশটি।গতকা”ল ‘বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

ম্যাথিউ মিলা”র এ’ক বিবৃতিতে এ” নিন্দা ও উদ্বেগ জানান।মিলার বলেন, গত সপ্তাহে ২৬ বছর বয়সী কারখানার শ্রমিক এবং সো”মিলিটো গা”র্মেন্টস শ্রমিক ফেডারেশনের ইউ”নিয়ন সদস্য রাসেল হাওলাদা”র পুলিশের

হাতে নিহত হওয়ার খবরে আমরা” মর্মাহত। এ ছাড়া ঢাকার একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের “আগুনে ৩২ বছর বয়সী ইমরা”ন হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করছি। একই সঙ্গে তাদের পরিবার এবং বৃহত্ত’র শ্রমিক

সম্প্রদায়ের প্রতি সমবেদনা “জানাই।শ্রমিক ও ট্রে”ড ইউনিয়নের ওপর দমনপীড়ন নিয়ে উদ্বে”গ প্রকাশ করে বিবৃতিতে শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকা”র রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানা”নো হয়। একই সঙ্গে শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে” মিথ্যা

অপরাধমূলক অভিযোগের তদন্তের আহ্বানও জা”নানো হয়।যুক্তিসংগত মজুরি বৃদ্ধির জন্য ইউনিয়নের প্র”স্তাব অনুমোদন করেছে—তৈরি পোশাকের বেসরকারি খা”তের এমন সদস্যদের প্রশংসা করে বিবৃতিতে মার্কিন মুখপাত্র বলেন”, যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় প্রক্রিয়াকে ন্যূনতম মজুরির” সিদ্ধান্ত পুনর্বিবেচনার

আহ্বান জানায়, যা শ্রমিক এবং তাদের প”রিবারের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের সম্মুখীন না হওয়া” নিশ্চিত করবে।এতে আরও বলা হয়, সরকারের পক্ষ “থেকে নিশ্চিত করতে হবে যে, শ্রমিকরা সহিংসতা, প্রতিশো”ধ বা

ভয়ভীতি ছাড়াই সংগঠনের স্বাধীনতা পাবে” এবং যৌথ দরকষাকষির অধিকার প্রয়োগ করতে পারবে। বাংলাদেশ এ”বং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র তার কাজের মাধ্যমে এসব মৌলিক মা”নবাধিকারকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *