ওমরাহ শেষে ফেরা হলো না কাতার প্রবাসী বাংলাদেশি যুবকের

সৌদি আরবে ওমরাহ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। কাতার প্রবাসী ওই বাংলাদেশি শনিবার (২৩ সেপ্টেম্বর) সেখানকার স্থানীয় সময় সকাল ১০টার দিকে সৌদি-কাতারের সীমান্তবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন।

নিহত কবির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের মেঘালয় গ্রামের কালা মিয়ার ছেলে। তিনি ৯ বছর ধরে কাতারে আছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কবির হোসেনের লাশ সৌদি আরবের আল হাসান হোপ কিং ফাহাদ হসপিটালের মর্গে রয়েছে।
নিহতের ছোট ভাই আতাউল্লাহ জানান, ওমরাহ করার জন্য কবির হোসেন গত সপ্তাহে সৌদি আরবে যান। গতকাল শনিবার ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন বলে খবর পান।

এ সময় তার সঙ্গে থাকা মুছা মিয়া নামে একই এলাকার এক ব্যক্তি আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন।
তিনি আরো জানান, ১০ ভাই-বোনের মধ্যে কবির হোসেন তৃতীয়। তার স্ত্রী ও তিন বছরের এক ছেলে রয়েছে। প্রায় ৯ বছর ধরে কাতারে বসবাস করছেন কবির হোসেন।

ছুটি কাটিয়ে দুই-তিন মাস আগে তিনি আবার কাতারে যান। তার লাশ আনার বিষয়ে আলোচনা চলছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন। কবির হোসেনের মরদেহ দেশে আনা ও আর্থিক সহায়তার বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *