এবার সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলিদের ওপর হামলা

ইসরায়েলের ইরি’জ শহরের কাছে সু’ড়ঙ্গ থেকে বের হয়ে তাদের সে’নাদের ওপর অতর্কিত হাম’লা চালিয়েছে হামাস।এ ব্যাপারে’ বিস্তারিত তথ্য প্রকাশ করে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ‘রোববার (২৯ অক্টোবর) গাজা উপত্যকায় হঠাৎ করে সুড়ঙ্গ থেকে বের হয়ে আসেন

 

 

হামাসের যোদ্ধারা। জায়গাটি ইসরায়েলি সীমান্ত থেকে কয়েকশ মিটার দূ’রে অবস্থিত।টানা ইসরায়েলি বোমা হামলার মধ্যে একটি স্বস্তির খবর পেয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবা’সী। বোমা হামলার কারণে বন্ধ হওয়ার

 

 

২৪ ঘণ্টা পর গাজায় ইন্টারনেট ও মুঠোফোন সেবা পুনরায় সচল হয়েছে। ফলে ‘অবরুদ্ধ এই উপত্যকায় প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ফিলিস্তিনিরা। খবর আলজাজিরার’।রোববার এক এক্সবার্তায় ফিলিস্তিনি

 

 

টেলিকমিউনিকেশন কোম্পানি বলেছে, গাজায় ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টার’নেট সেবা ধীরে ধীরে সচল হচ্ছে। তাদের কারিগরি টিম চ্যালেঞ্জিং পরিবেশে গাজার যোগাযোগ নেটওয়া’র্ক অবকাঠামোর ক্ষয়ক্ষতি মেরামতে কাজ করছেএদিকে গাজা থেকে আলজাজিরার একজন

 

 

সাংবাদিক জানি”য়েছেন, মোবাইল সেবা সচল হওয়ার পরপরই প’রিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন গাজাবাসী। অবশেষে তারা পরিবাবের সদস্যদের খোঁজখবর নিতে’ পারছেন। ইসরায়েলি হামলার মধ্যেও কে জীবিত আ’ছে কিংবা কে আহত হয়েছে, তা তারা জানতে

 

 

পারছেন।২২ দিন পেরিয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে করে নিহতে’র ‘সংখ্যা বেড়ে চলছে। এ সময়ে উভয়পক্ষের মিলে নিহতের সংখ্যা বেড়ে ৯ হাজার ছাড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো

 

 

হয়েছেইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ’তে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ১৪০০ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া ২২৯ জনকে আটক করে জিম্মি করে রেখেছে হামাস। এ ছাড়া নিহতদের মধ্যে

 

 

৩১১ জcন ইস’রায়েলের সেনা রয়েছেন।অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিরামহীন বোমা বর্ষণে ফিলিস্তিনের ৭ হাজার ৭০৩ জন নাগরিক নিহত হয়েছেন।ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাcডমি”রাল ড্যানিয়েল হাগারি বলেন, যুদ্ধে এখ

 

 

ন পর্যন্ত ২২৯ ইসরায়েলিকে জিম্মি করেছে ফিলিস্তিন। তাদের মধ্যে দুই দ ফায় চার জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। জিম্মিদের মু’ক্তিতে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে কাতার। এদিকে যুদ্ধের মধ্যে রাশিয়া সফরে গেছে হামাসের

 

 

প্রতিনিধিদ ল। বৈঠকের বরাতে রুশ গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি ছাড়া বন্দিদের মুক্তি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *