এবার সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে আরও এক দেশ!

ইসরায়েলের সাথে’ আরও এক দেশ যু’দ্ধে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইস’রায়েলের প্রতিরক্ষা’মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।” তি’নি বলেন, এ’জন্য তারা” কড়া মূল্য দিচ্ছে।

 

 

আনাদো”লু’র এক প্রতিবেদনে” এ’ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের” প্র’তিরক্ষামন্ত্রী বলে’ন, “লেবাননের হিজবুল্লাহ গ্রুপ ‘ সা”থে যুদ্ধে’ জড়ানোর সি”দ্ধান্ত নিয়েছে। এজন্য তারা কড়া মূল্য দি”চ্ছে’।ইসরায়েলি আ”র্মি’ রেডিওর এক

 

 

প্রতিবেদ”নে’ তাকে উদ্ধৃত করে বলা হয়ে’ছে, তিনি বলেছেন, আমাদের সম্ভাব্য সব চ্যালে”ঞ্জকে সামনে রেখে সতর্কভাবে প্রস্তুতি নি”তে হবে। আমরা এই যু”দ্ধের পরিস্থিতি ১৮০।

 

 

ডিগ্রিতে” উলটাতে যাচ্ছি। হা”মলার দিনটি এমনভাবে স্মরণ করা হবে যে, ও”ইদিন হামাসের চূ”ড়ান্ত বিলুপ্তি শুরু হয়েছে।গ্যালা”ন্ট বলেন, আমরা এ”খন এ নির্দেশনা অনুসারে কাজ করতে যাচ্ছি।” এজন্য সময় লাগবে।” এজন্য মূল্যও দিতে

 

 

হবে। কে”ননা আমরা যুদ্ধে” রয়েছি। আমাদের হাতে আর কোনো অপশ”ন নেই। ফলে আমা”দের জন্য যা প্রয়োজন তা আমরা কর”ব। যুদ্ধে আমরাই “জয়ী হব। এ সময় লেবানন

 

 

সীমান্তে ইসরায়ে”লের সেনাদের “উদ্দেশ্যে তিনি বলেন, এটা একটা বি”শাল চ্যালেঞ্জ। এজন্য “সেনাদের দায়িত্ব নিতে হবে। আ”মরা যে কোনো পরি”স্থিতির জন্য প্রস্তুত আছি।এদিকে উপর্যু”পরি রকেট হামলায়” বিপাকে ইসরায়েল। ২১

 

 

অক্টোব”র শনিবার রাজধা”নী তেল আবিবসহ মধ্য ইসরায়ে”লের বাট ইয়াম, আশদদ’ শহরে রকেট হামলার পর অন্তত ১””৮টি অঞ্চলে রেড অ্যা”লার্ট জারি করা হয়।

 

 

এর গে দক্ষিণ ইস’রায়েলের কিছু শহরে “হামলা করে ইরান সমর্থিত গ্রুপ হিজ”বুল্লাহ। এখন পর্যন্ত “এসব হামলায় হতাহতের সংখ্যা নি”শ্চিত করা যায়নি। এ”সব হামলার পরেই ইসরায়ে’লের গুরুত্বপূর্ণ ১৮টি অঞ্চ”লে রেড অ্যালার্ট

 

 

জারি করা হয়েছে””।রেড অ্যালার্ট জা”রি করা এসব জায়গার ভেতর রয়ে’ছে, তেল আবিবের সি”টি সেন্টার, দক্ষিণ তেল আবিব, জা’ফফা, বাত ইয়াম এ”বং লাখিস

 

 

অঞ্চলের আসদদের উ’ত্তরের শিল্পাঞ্চল, আ’সদদের আলেফ, বেত, দালেত,’ হেহ। এ ছাড়া দক্ষিণ” শেফালার কাফর হানাগিদ অঞ্চলেও রে’ড অ্যালার্ট জারি ক’রা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *