এবার টার্গেট ইসরায়েলি পারমাণবিক রিসার্চ সেন্টার!

গাজা থেকে ইসরায়েলি পারমাণবিক রিসার্চ ‍সেন্টার সম্বলিত শহর ডাইমোনায় রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার শহরটির প্রায় ১৫ কিমি

 

 

(প্রায় ৯ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।গাজা উপত্যকার কাছে ইরেজ এবং নেতিভ হাসারা সম্প্রদায়ের বাস। সেখানে রকেট সতর্কীকরণ সাইরেন শোনা যায়। এরপরই হামলার দাবি করে হামাস।দক্ষিণ ইসরায়েলি শহর ডাইমোনার আশপাশে

 

 

আরারা বানেগেভ, আবু তালুল, মামশিট, আবু কারেনাত এবং কাসর আল-সিরসহ দিমোনার উপকণ্ঠে বেশ কয়েকটি বেদুইন শহরে রকেট সতর্কীকরণ সাইরেন শোনা গেছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, এলাকাজুড়ে

 

 

বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনো কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।হামাস এসব হামলার দায় স্বীকার করে বলেছে, ডাইমোনাকে লক্ষ্য করেই হামলাগুলো চালানো হয়েছে।গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

 

 

সেদিন ইসরায়েলি হামলা চালিয়ে ১৪০০ জনের বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে সংগঠনটি।হামাসের হামলার জবাবে ওইদিনই গাজায় পাল্টা

 

 

বোমা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় গাজায় ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে গতকাল শনিবার বোমা হামলা জোরদারের পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *