এবার জো বাইডেনের বিরুদ্ধে মামলা

গাজায় গণহত্যা’ ঠেকাতে ব্যর্থ হওয়া’য় এবং ইসরায়েলকে সহায়তা করা”য় যুক্তরাষ্ট্রের প্রেসিডে’ন্ট জো বাইডেনের বিরুদ্ধে এ’কটি মামলা হয়েছে। প্রে’সিডেন্ট বাইডেন ছাড়াও

যুক্তরাষ্ট্রের দুই’ মন্ত্রীকেও এ মামলা’র আসামি করা হয়েছে। নিউইয়র্কের’ সেন্টার ফর কনস্টিটি’উ’শনাল রাইটস নামের একটি সংগঠ’ন গাজার বাসিন্দাদে’র পক্ষে এবং

মার্কিন নাগরিকদের স্বজনদের ‘পক্ষে এ মাম’লাটি করেছে। সংগঠনটি ‘দাবি করেছে, ইজরা’য়েলি বাহিনী গাজায় নজিরবিহীন বোমা ‘হামলা শুরুর পর ‘প্রেসিডেন্ট জো

বাইডেন দে’শটির প্রতি অকুণ্ঠ সম’র্থন দেখান। সিসিআরের আইনজীবী শ’র্মা পোখারেল আ’লজাজিরাকে বলেন, ‘আন্তর্জাতিক’ আইন ও ফেডারেল’ আইনের

অধীনে এ গণহত্যা প্রতি’রোধ এবং একে সম’র্থন বন্ধ করা তাদের গুরুত্বপূর্ণ দা’য়িত্ব। কিন্তু প্রতিটি’ পদক্ষেপে, প্রতিটি সুযোগে তারা ব্যর্থ হয়ে’ছেন। ফিলিস্তিনে’র গাজা উপত্যকার

সবচেয়ে বড়’ হাসপাতাল আল-শি’ফা ঘিরে রেখেছে ইসরায়েলি সে’নারা। হাসপাতা’লের প্রধান প্রধান গেটে ট্যাংক ও সাঁ’জোয়া যান নিয়ে’ অবস্থান নিয়েছে নেতানিয়াহু

বাহিনী। এমন’ পরিস্থিতিতে হাস’পাতালের ভেতরে ১৭৯ জনকে গ’ণকবরে দাফন করা’ হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন শি’শু রয়েছে। মঙ্গলবা’র (১৪ নভেম্বর)

হাসপাতাল টির প্রধান মোহাম্ম’দ আবু সালমিয়াহ এ তথ্য জানিয়েছে ন। খবর এনডিটিভির। এই ‘অঞ্চলে বিপর্যয়কর মানবিক সং’কটের কথা উল্লে’খ করে মোহাম্মদ আবু

সালমিয়াহ ব’লেছেন, আমরা বাধ্য ‘হয়ে তাদের গণকবর দিয়েছি। এ’কজন স্থানীয় সাংবাদি’ক বলেছেন, হাসপাতালের’ সর্বত্র পচা লাশের দুর্গ’ন্ধ। হাসপাতালের এক সার্জন বলে’ছেন, এখনকার পরিস্থি’তি অমানবিক।

আমাদের ‘বিদ্যুৎ নেই। পানি নেই। ‘খাবার নেই। এর আগে আল-‘শিফা হাসপাতালের সা’র্জন ডা. আহমেদ এল মোখল্লাল তি বলেছেন, হাসপাতা লের সামনে ইসরায়েলি ট্যাংক অবস্থা’ন নিয়েছে। আ’মরা সম্পূর্ণ অবরোধের মধ্যে

আছি। এ’টি সম্পূর্ণ বেসামরিক’ এলাকা। এখানে শুধু হাসপাতা’ল ভবন, রোগী, চি’কিৎসক ও অন্যান্য বেসামরিক’ লোকজন রয়েছে। ইস’রায়েলি এই অবরোধ

বন্ধ করা উচিত’।ফিলিস্তিনি স্বাধীন’তাকামী সংগঠন হামাসকে’ নিশ্চিহ্নের নামে গত ৭’ অক্টোবর থেকে গাজায় হামলা চা’লাচ্ছে ইসরায়েল। এক মাসে’র বেশি সময় ধরে

চলা ইসরায়ে’লি হামলায় ১১ হাজারে’র বেশি ফিলিস্তিনি নিহত হয়ে ছেন। তাদের মধ্যে সাড়ে ”সাত হাজারের বেশি নারী ও ‘শিশু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *