এবার ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা

বিএনপি-জামা’য়াত অপশক্তির সন্ত্রা’স-নৈরাজ্য-হত্যার বিরুদ্ধে বিক্ষোভ’ কর্মসূচি ঘোষণা ‘করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনি’বার দলটির দপ্ত’র সম্পাদক মেফতাহুল

 

 

ইসলাম পান্থ’ স্বাক্ষরিত এক বিবৃ’তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বি’বৃতিতে বলা হয়, রো’ববার দুপুর ১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ’ মিনার থেকে এ বিক্ষো’ভ কর্মসূচি শুরু করবে বাংলাদেশ ছা’ত্রলীগ। পরে এটি সন্ত্রাস ‘বিরোধী রাজু

 

 

ভাস্কর্যের সা’মনে গিয়ে সমাবে’শের মাধ্যমে শেষ হবে।এর আগে রাজধা’নীতে শনিবার (২৮ অক্টো’বর) বিএনপি, আওয়ামী লী’গ ও জামায়াতে ইসলা’মীসহ আরও কয়েকটি

 

 

রাজনৈতিক ‘দল সমাবেশ করে’ছে। সমাবেশ চলাকালে কাকরাইল ‘মোড়ে বিএনপি নে’তাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে’র ঘটনা ঘটে। এ সম’য় প্রধান বিচারপতির বাসভবনে হাম’লার ঘটনা ঘটে।এ ছাড়া’ বিজয়নগর, পল্টন

 

 

মোড়, ফকিরাপু’ল, দৈনিক বাংলা, ‘আরামবাগ এলাকায় পুলিশের স’ঙ্গে বিএনপি নেতাকর্মী’দের সংঘর্ষ হয়। দৈনিক বাংলা মোড়ে ‘সংঘর্ষে আমিরুল ই’সলাম নামে এক পুলিশ

 

 

কনস্টেব’ল নিহত হন।পরে ‘শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির সমা’বেশে সাংবাদিক, ‘পুলিশসহ আহতদের খোঁজখবর নি’তে ঢাকা মেডিকে’ল কলেজ হাসপাতালে (ঢামেক) যান ‘আওয়ামী লীগের ‘সভাপতিমণ্ডলীর সদস্য

 

 

জাহাঙ্গীর ‘কবির নানক। এ স’ময় তিনি বিএনপির সন্ত্রাসীদের বিরু’দ্ধে ব্যবস্থা নিয়ে’ জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আ’নতে সরকারের ‘প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *