এবার ইসরায়েলের বিরুদ্ধে ‘রাশিয়ার’ বিস্ফোরক মন্তব্য

ফিলিস্তিন-ইসরায়েল যু’দ্ধের শুরু থেকেই স্বাধী’নতাকামী ফিলি’স্তিনি সংগঠনগু’লোকে সমর্থ’ন নিয়ে আস’ছে রাশিয়া। তেলআ’বিবের সঙ্গে কূটনৈ’তিক সম্প’র্ক বজায় রাখ’লেও স্বাধীন ফিলি’স্তিনের সমর্থনে বরা’রই স্পষ্ট বক্তব্য রেখে’ছে ম’স্কো। সেই ধারাবাহি’কতায় চ’লমান যুদ্ধ নি’য়ে জাতিসং’ঘে সবচেয়ে বি’স্ফোরক মন্তব্যও এসে’ছে দেশটির প’ক্ষ থেকে।এর আগে ফিলি’স্তিনের স্বাধীনতা’কে সমর্থন ও যু’দ্ধবিরতির আহ্বা’ন জানা’লেও স্পষ্ট করে ইসরা’য়েলের বিপক্ষে’ কোনো ম’ন্তব্য করেনি

 

 

পুতিনে’র দেশ। তবে বুধবা’র অনু’ষ্ঠিত জাতিসংঘের সা’ধারণ পরিষদের বৈঠ’কে এবার সরাসরি’ ইসরায়ে’লকে আক্র’মণ করেছে রাশিয়া’। তেলআ’বিবকে দখল’দার উল্লেখ ‘করে জা’নানো হয়, হামাসের বি’রুদ্ধে আত্মরক্ষার কো’নো অধিকার নেই ইস’রায়েলের।জাতি’সংঘে রুশ ‘রাষ্ট্রদূত ভ্যাসিলি নে’বেনজিয়া জানান, পশ্চি’মারা ইসরা’য়েলের পক্ষে আত্ম’রক্ষার সব দা’বি একত্র’ করতে পারে কি’ন্তু তাদের সেই ‘অধিকার নেই। ২০০৪ সা”লে আন্তর্জা’তিক বিচার আ’দালতের বিশে’ষজ্ঞ মত অনুযায়ী,

 

 

ফিলি’স্তিনে ইসরা’য়েল একটি দখ’লদার শক্তি মাত্র। তবে ইসরা’য়েলের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রা’সবাদের বি”রুদ্ধে লড়াই করার অধিকার রয়ে’ছে বলে স্বী’কার করেন রুশ রা’ষ্ট্রদূত।রুশ রাষ্ট্রদূ’ত জানান, ইসরায়ে’লের নিরাপত্তার ‘অধি’কারকে রা’শিয়া স্বীকৃতি দেয়, তবে এ’টি একমাত্র ফি”লিস্তিন সংকটের সমাধা’নের মাধ্যমেই সম্ভব। ই’হুদিরা বহু শ’তাব্দী ধরে নির্যা’ত হয়েছে; ফলে তাদের জা’ উচিত যে, নিরীহ মানুষকে’ হত্যা করে এবং অন্ধ প্রতিশো’ধের মাধ্যমে কখনো ন্যায়’বিচার প্রতিষ্ঠা পায় না। এমন পরি’স্থিতি

 

 

মৃতদের ফি’রিয়ে আ’নতে পারে না এ’মনকি পরিবার’গুলোকেও ‘একত্র করতে পা’রে না। সময় ই’উক্রেনে চল’মান রুশ’ সামরিক অভিযান ও গা’জায় ফিলিস্তিনি অভিযান ‘নিয়ে যুক্তরাষ্ট্র ও প’শ্চিমা দেশগুলোর ‘অবস্থান’কে হঠকা’রিতা হিসেবে উ’ল্লেখ করেন নেবে’নজিয়া। জানান, ফিলিস্তিন সং’কট সমাধানে ‘আগেই ইসরায়েলের সঙ্গে আর’ব রাষ্ট্রগুলোর’ সম্পর্ক স্বাভাবি’ক করার চেষ্টা শা’ন্তি প্রক্রি’য়ায় বি’স্ফোরক নিক্ষেপে’র মধ্যে’ কোনো পার্থক্য’ নেই।এদিকে, ফিলিস্তি’নের গাজা ‘ভূখণ্ড পুরোপুরি ঘি’রে ফেলার

 

 

দা’বি করেছে ই’সরায়েলি’ বাহিনী। সেই ‘সঙ্গে গাজায় সামরি’ক অভিযান আরও’ জোরদার ক’রা হয়েছে বলে’ও জানিয়েছে তেলআবি’ব। বৃহস্প’তিবার ইসরা’য়েলের প্রতির’ক্ষামন্ত্রী ই’য়োভ গ্যালা’ন্ট বলেন, আদালতকে যা বললেন আমীর খসরু টানেল ব্যবস্থার’ বিরুদ্ধে লড়াই ক’রতে তাদের নিজস্ব কৌশ’ল রয়েছে। ত’বে হামাসের দাবি, ‘তারা ইসরায়েলি সামরিক সর’ঞ্জাম ও সে’নাদের বিরুদ্ধে সফ’ল অভিযান চালিয়ে যা’চ্ছে। পাশা’পাশি ‘গাজা অভি’যান ইস’য়েলে’র জন্য চির অভি’শাপ হয়ে দাঁড়াবে ব’লেও হুঁশি’য়ারি দি’য়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *