এবার আরেক দেশে ইসরায়েলের হামলা

সিরিয়ার রাষ্ট্রী’য় গণমাধ্যম সানা’ জানিয়েছে ইসরায়েল আলেপ্পো’ এবং দামে’স্ক বিমানবন্দ’রে হামলা করেছে। রোববার সকা’লে এ হামলা’ চালানো হয়।’ হামলায় দুই

 

 

এয়ারপো’র্টে রানওয়ে ‘ক্ষতিগ্রস্ত হয়ে’ছে এবং ব্যবহারের অনুপযোগী’ হয়ে পড়েছে। দা’মেস্ক বিমান ‘বন্দরে হামলায় এক বেসামরি’ক নাগ রিকের মৃত্যু হ’য়েছে এবং আরেকজন গভীরভাবে ‘আহত হয়েছে ‘বলে জানিয়ে’ছে সানা।

 

 

ইসরায়েলি পররাষ্ট্র ম’ন্ত্রণালয়ের এক বিবৃতিতে’ জানানো হয়, ইরান এয়ারপো’র্টগুলো ব্যব’হার করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে’ পারে। এ নিয়ে’ ইসরায়েল’

 

 

উদ্বিগ্ন। এদিকে রান ‘বারংবার হিজ’বুল্লাহর মাধ্যমে ই’সরায়েলে হামলার হুমকি দি’য়ে আসছে। গাজা’য় হামলা’ বন্ধ না হলে এবং সেখা’নে অবিলম্বে’ পানি, জ্বালা’নি ও ঔষধ সরবারহ চালু না করলে ইসরা’য়েলের ওপর ‘হামলার

 

 

এ হু’মকি দেয় ইরান।এর আ’গেও ১৪ ‘এবং ১২ অক্টোব’রে সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতি’ক বিমানবন্দ’রে হামলা চা’লায় ইসরায়েল। ১২ অক্টো’বর দামেস্ক’ এয়ারপোর্টে

 

 

হা’মলা চালানো হয়।চলমান সংঘাত চরম’ আকার ধারণে’র পূর্বে ”বহুবার এ দুই এয়ার’পোর্টে হাম’লা চালিয়েছে ইস’রায়েল। গাজায় ইরান ও মধ্যপ্রা’চ্যের বিভিন্ন  ‘দেশ থেকে অ স্ত্র’ সরবারহ বন্ধে ইসরায়ে’ল এমন হামলা করে’ছে বলে

 

 

ধারণা করা হচ্ছে।গত ৭ অক্টোবর  অবরুদ্ধ গাজা  উপত্যকায় ন’জিরবিহীন হামলা চালায় ”ফিলিস্তি’নি স্বা”ধীনতাকামী  সংগঠ’ন হামাস। হাম’সের হামলার জ’বাবে গাজা’য় নির্বিচা’রে বোমাবর্ষণ করছে ‘ইসরায়েলি সেনা’রা।

 

ফিলিস্তিন ইস্যুতে মুখ খুললেন ড. ইউনূস

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আরেক গোষ্ঠীর

ইসরায়েলের’ হামলায় গাজায় প্রায় সা’ড়ে চার হাজার ‘ফিলিস্তিনি নিহত’ হয়েছে। এ ছাড়া হামাসের’ হামলায় ইসরায়ে’লে এক হা’জার ৪০০ জনের বেশি মানুষ নি’হত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *