এডিটরস গিল্ডের চিঠির জবাবে যা বললেন : পিটার হাস

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে গণমাধ্যমকে নিজস্ব মতামত প্রচারে বিরত রাখার পদক্ষেপ নেওয়াদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করতে পারে যুক্তরাষ্ট্র। এডিটরস গিল্ডের চিঠির জবাবে গত মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ কথা জানিয়েছেন।

চিঠির জবাবে তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবেন, তাদের বিরুদ্ধে আমরা কথা বলে যাব। তিনি আরও বলেন, সেন্সরশিপ, ইন্টারনেট পরিসেবা সীমিত করা এবং সাংবাদিকদের হয়রানি করতে যদি সরকারগুলো তাদের সম্পদ ও প্রতিষ্ঠান ব্যবহার করে, তাহলে অতীতের মতোই যুক্তরাষ্ট্র উদ্বেগ জানানো অব্যাহত রাখবে।

সম্প্রতি গণমাধ্যমও ভিসা নীতির আওতায় আসতে পারে বলে মন্তব্য করেন পিটার হাস। এ বিষয়ে জানতে তাকে চিঠি দেন এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু ও সাধারণ সম্পাদক ইনাম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *