ইসলামী সম্মেলন সংস্থার সভাপতি হলেন আল্লামা খলিলুর রহমান কাসেমী

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিলুর রহমান কাসেমী। গত শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের জামিয়া মাদানিয়া শুলকবহর মাদরাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া সংস্থাটির ২০২৩ সালের আন্তর্জাতিক মহাসম্মেলনের পূর্ব ঘোষিত তারিখ (১৬ ও ১৭ নভেম্বর) অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। সম্মেলনের নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

জানা যায়, বৈঠকে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আজিজুল উলুম বাবুনগর মাদরাসার প্রিন্সিপাল, ইসলামী সম্মেলন সংস্থার প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, মারকাজুল ফিকরিল ইসলামী, বসুন্ধরার মহাপরিচালক ও সংস্থার সেক্রেটারি মুফতি আরশাদ রহমানী, পটিয়া মাদরাসার সদরে মুহতামিম আল্লামা আমিনুল হক, হাটহাজারী মাদরাসার নায়েবে মুহতামিম আল্লামা শোয়াইব জমিরি, মুঈনে মুহতামিম মুফতি জসিম উদ্দিন, পটিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদবীসহ সংস্থার বিভিন্ন দায়িত্বশীলরা।

প্রসংগত, ২০২২ সালের ৯ অক্টোবর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া (রহ.)-কে সভাপতি করে ঐতিহ্যবাহী সংগঠন ‘ইসলামী সম্মেলন সংস্থা’র নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর গত ২ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (রহ.)।

সংস্থার সভাপতির পদ শূন্য হয়। গতকালের বৈঠকে শূন্য পদে হাটহাজারী মাদরাসার বর্তমান মুহতামিম আল্লামা খলিলুর রহমান কাসেমীকে নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *