ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যাবে কি না, জানাল হামাস

ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। পাল্টাপাল্টি হামলার তিন দিন পার হলেও দুপক্ষের মধ্যে এখনো লড়াই চলায় দুই দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

 

 

 

 

 

এমন থমথমে পরিস্থিতিতে হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলাচানা করতে প্রস্তুত রয়েছে।

 

 

 

 

 

 

গতকাল সোমবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন হামাসের শীর্ষস্থানীয় নেতা ও পলিটিক্যাল ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান মুসা আবু মারজুক।

 

 

মুসা আবু মারজুক বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জন হয়েছে।’ ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

 

 

 

 

 

এই ধরনের আলোচনা জন্য হামাস প্রস্তুত। সব ধরনের রাজনৈতিক সংলাপের জন্যই তারা উন্মুক্ত রয়েছে।

 

 

 

 

গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

 

 

 

 

এসব হামলায় হতাহতরে সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ

হিজবুল্লাহর ভয়ে শহর গুটিয়ে পালাচ্ছে ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *