ইসরায়েলের বিভিন্ন শহরে রেড অ্যালার্ট জারি

উপুর্যুপুরি রকেট’ হামলায় বিপাকে ইসরা’য়েল। ২১ অক্টোবর শনিবার রা’জধা’নী তেল আবিবসহ ম’ধ্য ইসরায়েলের বাট ইয়াম, আ’শদদ শহরে রকেট হাম’লা চালায়

 

 

ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা’। এরপর অন্তত ১৮ টি ‘অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয় ব’লে প্রতিবেদন প্রকাশ’ করেছে টাইমস অব ইসরায়েল’।রেড এলার্ট জা’রি করা এসব জায়গার ভেতর রয়েছে, তে’ল আবিবের সিটি ‘সেন্টার,

 

 

 

দক্ষিণ তেল আবিব, জাফফা, ‘বাত ইয়াম এবং ‘লাখিস অঞ্চলের আসদদের উত্তরের শিল্পা’ঞ্চল, আসদদের :আলেফ, বেত, দালেত, হেহ। এছাড়া দক্ষি:ণ শেফালার

 

 

কা:ফর ‘হানাগিদ অঞ্চলেও রেড এলার্ট জারি ক:রা হয়েছে।এর আ’গে দক্ষিণ ইসরায়েলের কিছু শহরে হা’মলা করে ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ। হামলায় আক্রান্ত ‘এসব এলাকায় এ’খন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত’ করা

 

 

যায়নি।টা’না দুই সপ্তাহ পেরিয়ে ১৫তম দিনে গড়িয়েছে’ ফিলিস্তিন-ইসরা’য়েল যুদ্ধ। তবে এ সময়ে কতজন ‘সেনা ও পুলিশ কর্মকতা নিহ’ত হয়েছেন তা এতদিনে জানা জায়’নি।

 

 

এ’বার সে ‘সং’খ্যাও জানিয়েছে ইসরায়েল। আল’জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ে’ছে।ইসরায়েলের সে’নাবাহিনী জানিয়েছে, যুদ্ধে মোট ১৪০৫ জন’ নিহত হয়েছেন। তা’দের মধ্যে ৩০৭ সেনা ও ৫৭ জন পুলি’শ

 

 

কর্মকর্তা রয়েছে’ন। এ ছাড়া দেশটি হামাসের হাতে বন্দিদে’র সংখ্যাও জানি’য়েছে। তারা বলছে যুদ্ধে এখন পর্যন্ত

 

 

হামাসের’ হাতে ২১০ ইসরা’য়েলি সেনা ও বেসামরিক লোক বন্দি হ’য়েছেন। এ ছাড়া এখ’নও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *