ইসরায়েলের পক্ষে গোয়েন্দাগিরি, কাতারে ৮ ভারতীয়র মৃত্যুদণ্ড

ইসরায়েলের পক্ষে’ গুপ্তচরবৃত্তির মা’মলায় ভারতীয় নৌবাহিনীর সা’বেক ৮ সদস্যের’ মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন কাতারের একটি’ আদালত। বৃহস্প’তিবার (২৬ অক্টোবর) ঘোষণা করা এ’ রায়ে বিষ্ময় প্রকা’শ করেছে ভারতের

 

 

পররাষ্ট্র মন্ত্রণা’লয়।ফাঁসির রায় হ’ওয়া আট সাবেক ভারতীয় নৌসেনা হলে’ন ক্যাপ্টেন নভতেজ সিং” গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা,’ ক্যাপ্টেন সৌর’ভ বাশিস্ট, কমান্ডার অমিত না’গপাল, কমান্ডার পূর্ণে’ন্দু তিওয়ারি, কমান্ডার

 

 

সুগুনাকার পাকা’লা, নাবিক রাগে’শ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা।এ ‘রায়ের প্রতিক্রিয়ায় ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে’ছে, মামলার রা’য়ে আমরা হতবাক। সাজাপ্রা’প্তদের পরিবারের সঙ্গে’ আমরা যোগাযোগ করার

 

 

চেষ্টা করছি। ‘রায়ের বিরুদ্ধে আই’নি লড়াই শুরু করার প্রক্রিয়া চ’লছে।ভারতীয় সংবা’দমাধ্যম এনডিটিভি বলছে, মৃত্যুদণ্ড পাও’য়া সাবেক নৌসে’নারা কাতারের ডাহরা গ্লোবাল টেকনো’লজিস অ্যান্ড কনসা’লটেন্সি সার্ভিসেস নামক একটি

 

 

বেসরকারি প্র’তিষ্ঠানে কাজ কর’তেন। প্রতিষ্ঠানটি কাতারের সশস্ত্র বাহিনী’কে প্রশিক্ষণ ও’ স্বল্প পরিসরে কিছু সেবা দিতোএকটি ‘সূত্রের বরাতে এ’নডিটিভি জানায়, ডাহরা গ্লোবাল টে’কনোলজিস অ্যা’ন্ড কনসাল্টেন্সি সার্ভিসেসের

 

 

স্পর্শকাত’র বিভাগের সঙ্গে যুক্ত’ ছিলেন সাবেক ওই নৌসেনারা। ওই ‘বিভাগে সাবমেরি’ন সম্পর্কিত কার্যক্রম চলতো। ‘আর ওই কাজের ফাঁ”কেই ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ‘করার সময় ধরা’ পড়েন তারা। তাদের মধ্যে

 

 

একজন ‘কর্মকর্তা ভারতের ‘একটি যুদ্ধজাহাজ পরিচালনার দায়িত্বে ছিলেন।’২০২২ সালের আগ’স্টে কাতারের ইন্টালিজেন্স’ সার্ভিসেস তথা গোয়েন্দা ‘বিভাগ তাদের আটক

 

 

করে। পরে তা’দের বিরুদ্ধে গুপ্ত’চরবৃত্তির মামলা করা হয়। মামলার অ’ভিযোগপত্রে বলা’ হয়, আসামিরা কাতারের তথ্য ইসরায়েলে ‘পাচার করছিলেন। ‘গ্রেফতারের পর

 

 

একাধিক’বার তাদের জামি’নের আবেদন করা হলেও, সেগুলো নাকচ ‘করে দেয় কাতারি কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *