ইসরায়েলি ট্যা’ঙ্কে আ’গু’ন দিয়ে আল্লাহু আকবার ধ্বনিতে লুটিয়ে পড়লেন হা’মাস সৈ’ন্যরা (ভিডিও)

ভিডিও নিচে আছে
ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে হামাস। হামলার এক পর্যায়ে সীমান্তের কাটাতার ভেঙে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে

সেনাবাহিনীর ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় আল্লাহু
আকবার ধ্বনিতে সেজদায় লুটিয়ে পড়েন তারা।

শনিবার (৭ অক্টোবর) ভোর থেকেই ইসরায়েলে আকাশ, মাটি এবং সাগর থেকে একযোগে রকেট হামলা চালায় হামাস। এতে ২২ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে ৫ শতাধিক।

২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ ১১ দিন যুদ্ধ হয়। এরপর থেকে হামাস এক প্রকার নিস্ক্রিয় ছিল। কিন্তু হঠাৎ করে

ফিলিস্তিনি এই সশস্ত্র গোষ্ঠীটি ‘অপারেশন আল আকসা ঝড়’ নামে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইসরায়েলের অভ্যন্তরে ৫ হাজার রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল স্বীকার করেছে তাদের ভূখণ্ডে হামাসের সৈন্যরা প্রবেশ করেছে।

ইসরায়েলে সেনাবাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি জানিয়েছেন, হামাস ভূমি, সাগর এবং আকাশ থেকে একযোগে হামলা

চালিয়েছে। স্থানীয় সময় ভোট ৬টা ৩০ মিনিটে প্রথম রকেট হামলা চালায় হামাস। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা

উপত্যকায় হামাস গোষ্ঠীর বিরুদ্ধে ‘অপারেশন আয়রন সোর্ডস’ শুরু করেছে।

হামলার জন্য ইহুদিদের ছুটির দিনটি বেছে নিল হামাস। আজ ইহুদিদের ছুটির দিন ছিল। দীর্ঘ এক সপ্তাহ ধরে ইহুদিরা একটি অনুষ্ঠানের আয়োজন করে। যা সুক্কু নামে পরিচিত।

  • ইসরায়েলি হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত

  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *