ইসরায়েলি জিম্মিদের যা খেতে দিতেন, হামাস সেনারাও তাই খেতেন

কাতার ও মিস’রের মধ্যস্থতায় গ’তকাল সোমবার দুই ইসরায়েলি নারীকে” ছেড়ে দিয়েছে’ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের “একজন হলেন’ ইউচেভড লিফশিচজ। হামাসের ” থেকে মুক্তি “পাওয়ার পর এ নারীকে তেল

 

 

আবিবের একটি” হাসপাতালে নি”য়ে যাওয়া হয়। সেখানে আজ মঙ্গল”বার সংবাদ সম্মে”লনে হামাসের হাতে আটক, সেখানে অব’স্থান ও মুক্তির বিষয়ে ” বলেছেন তিনি। ৮৫ বছর বয়সী এ নারী’ বিবিসিকে জানিয়ে’ছেন, নিজ এলাকা

 

 

থেকে একটি মো’টরসাইকেলে ক’রে হামাসের যোদ্ধারা তাকে একটি গেটের’ মধ্য দিয়ে গাজায়’ নিয়ে যায়। মোটরসাইকেলে’ করে যাওয়ার কার’ণে তিনি আঘাতপ্রাপ্ত হন এবং ওই সময় তাঁ’র শ্বাস-প্রশ্বাসে সম’স্যা হচ্ছিল। এরপর

 

 

জিম্মিদের একটি ‘টানেলের ভেতর রাখা’ হয়। প্রতি পাঁচজন জিম্মির দেখাশোনার ‘জন্য একজন ক’রে হামাস সৈন্য ছিল। টানেলের ভেতর তাঁদের ‘সাদা পনির ও’ শসা খেতে দেওয়া হয়েছিল। হামাস’ সেনারাও একই  ‘খাবার খেতেন বলে

 

 

জানিয়েছেন ওই’ নারীর মেয়ে শ্যারন।’ লিফশিচজ আরও জানান, হামাস সেনারা ‘নারী স্বাস্থ্যসহ ‘জিম্মিদের সব ধরনের সেবা দিয়েছে। ‘তাঁদের থাকার জা’য়গা খুবই

 

 

পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। ‘আহত জিম্মিদের’ চিকিৎসা নিশ্চিত করতে প্যারামেডিক’ দেখতে আসতেন ও ‘তাঁদের প্রয়োজনীয় ওষুধপত্র দিতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *