ইসরাইলের ৫ অবস্থানে হিজবুল্লাহর হামলা

ইহুদি’বাদী ইসরাইলের বিভিন্ন অব’স্থানে থেমে থেমে লেবাননের হিজবু’ল্লাহর ক্ষেপণাস্ত্র হাম’লা অব্যাহত রয়েছে। লেবাননের বি’ভিন্ন সূত্রের বরাত দিয়ে আ’ল-মায়াদিন টিভি চ্যানেল

 

 

আজ শনি’বার (১৪ অক্টোবর) জানিয়ে:ছে, কাফারশুবা পার্বত্য এলা’কায় ইসরাইলের পাঁচটি অ’বস্থানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত ‘হেনেছে। এগুলো সবই সাম’রিক অবস্থান।

 

 

 

হিজবুল্লাহর সে’নারা রুইসা আল আলাম, ‘আস-সামাকা ও যেইদিন এলা’কায় হিজবুল্লাহর গাই’ডেড ক্ষেপণাস্ত্রের হামলায় দখলদার’দের ব্যাপক ক্ষয়’ক্ষতি হয়েছে।

 

 

ইসরাইলি সূত্র’গুলো বলছে, ইহুদি:বাদী ইসরাইল লেবানন সীমান্তের কা”ছের সব উপশহরবা’সীকে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয়’ নিতে বলেছে। কারণ দুই ‘পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যা’হত রয়েছে।

 

 

গত সোমবার’ লেবাননের হিজবুল্লাহ ইসরা’ইলি হাম’লায় তিন হিজবুল্লা’হ সেনার শাহাদাতের প্র’তিক্রিয়ায় দখলদার ইসরাইলের দু’টি সাম’রিক ঘাঁটিতে হামলা’ চালায়। তাতেও ইহুদিবাদীদের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

 

এদিকে, আল মা’য়াদিন জানিয়েছে, দখল’দার ইসরাইলি সেনারাও লেবাননে’র সীমান্তবর্তী বিভিন্ন এ:লাকায় কামানের গোলা বর্ষণ অব্যাহত’ রেখেছে। এ কারণে ই’সরাইল-লেবানন সীমান্তে এখব ব্যা’পক উত্তেজনা বিরা’জ করছে।

 

গত ৭ অক্টোবর দ’খলদার ইসরাইলের অ’ভ্যন্তরে আল-আকসা তুফান না’মের অবিশ্বাস্য অভিযান’ পরিচালনা করে। এরপর থেকে লেবা’নন সীমান্তেও উত্তেজ’না চলছে।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভারত?

সূত্র: পার্স টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *