ইন্টারনেট সেবাদাতা ৪৮ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

দেশে ইন্টার’নেট সেবাদাতা’ ৪৮ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে ‘ বাংলাদে’শ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ

কমিশন’ (বিটিআ:রসি)। তাদের’ ইন্টা’রনেট সার্ভিস প্রোভাইডার’ (আইএসপি) লা’ইসেন্স আগামী ১০ দিনের

মধ্যে বিটি’আরসিতে সমর্পণের ‘নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার ‘(১২ নভেম্বর) বিটি’আরসির লাইসেন্সিং শাখার

পরিচালক’ মো. নুরন্নবীর সই ‘করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য ‘জানানো হয়। মঙ্গলবার (১’৪ নভেম্বর) বিজ্ঞপ্তিটি

বিটিআ’রসির ওয়েবসাইটে প্রকা’শ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,’ ৪৮টি প্রতিষ্ঠানের নামের’ পাশে উল্লিখিত

ক্যাটাগ’রির আইএসপি লাইসেন্স’ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন’ক্রমে সমর্পণ হিসেবে’ বাতিল করা হলো।

ওই লাইসেন্স’সমূহের অধীনে যে’কোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈ’ধ ও বিটিআরসি ‘আইন, ২০০১-এর

অধীন শাস্তিযো’গ্য অপরাধ। এসব’ প্রতিষ্ঠানের নির্ধারিত ক্যাটাগরি’র আইএসপি লাইসে’ন্সের সঙ্গে যেকোনো ধরনের

টেলিযো’গাযোগ চুক্তি সম্পাদ’ন, সেবা গ্রহণ-প্রদান এবং আর্থিক’ লেনদেন থেকে বিরত থা’কার অনুরোধ করা

হলো। একই’ সঙ্গে বিজ্ঞপ্তি জারির ‘১০ দিনের মধ্যে আইএ’সপি লাইসেন্স কমি’শন বরাবর সমর্পণের নির্দেশনা দেওয়া ‘হলো (প্রযোজ্য ক্ষেত্রে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *