ইজরায়েলি বাহিনী গাজা অবরোধ মুখ খুললো জাতিসংঘ

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ‘সম্পূর্ণ অবরোধের’ নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

 

 

 

 

 

তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনীর এই অবরোধের ফলে গাজায় বর্তমান ভয়াবহ পরিস্থিতির আরও অবনতি হবে।

 

 

 

 

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েথে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

 

 

 

 

জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, এবারের হামাসের হামলা খালি খালি হয়নি। দীর্ঘ এক দশকের দখলের কারণেই এই হামলা।

 

 

 

 

 

এর আগে গতকাল সোমবার গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ অবরোধ’ ঘোষণা করে ইসরায়েল। এবারের অবরোধে ২০ লাখের বেশি মানুষের এই অঞ্চলে সব ধরনের খাদ্য, পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

 

 

 

 

 

 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার বলেছেন, হামাস পরিচালিত গাজায় ‘সম্পূর্ণ অবরোধের’ অংশ হিসেবে তারা সব বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে।

 

 

 

 

 

 

একই সঙ্গে খাদ্য ও গ্যাস সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করছি। বিদ্যুৎ, খাবার, পানি, গ্যাস—সবই বন্ধ করে দেওয়া হয়েছে।’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন : হাইকোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *