আবারও ভূমিকম্প নিহত ২ হাজার জন

সময় যত এগোচ্ছে, আফগানিস্তানের ভূমিকম্পের ভয়াবহতা ততই প্রকট হচ্ছে।

  • ইসরায়েল যুদ্ধ নিয়ে মুখ খুললেন এরদোয়ান
  • শনিবার বেলা ১১টা থেকে রাত পর্যন্ত জোরালো ভূমিকম্পের পর সাতবার আফটার শকের সাক্ষী হয়েছে দেশটি।

    যার জেরে বিস্তীর্ণ এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। শক্তিশালী এই ভূমিকম্পে এখন পযর্ন্ত মৃতের সংখ্যা বেড়ে দুই হাজারে দাঁড়িয়েছে।

    রোববার (৮ অক্টোবর) তালেবান প্রশাসনের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

    জানা গেছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রায় এই ভূমিকম্প আঘাত হানে।

    এ ঘটনায় বহু ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেক মানুষ। প্রথম ভূমিকম্পের পর কমপক্ষে আরো তিনবার শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুসারে, পশ্চিম আফগানিস্তানে ছয়টি ভূমিকম্প হয়েছে এবং যার মধ্যে সবচেয়ে বড়টি ছিল ৬.৩ মাত্রার।

    সংস্থাটি বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে।

    এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

    উল্লেখ্য, গত বছরের জুনে আফগানিস্তানের পাকতিকা রাজ্যে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

    এতে ১ হাজারের বেশি মানুষ মারা যায় এবং ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

  • ইসরায়েল যুদ্ধ নিয়ে মুখ খুললেন এরদোয়ান
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *