আদালতকে যা বললেন আমীর খসরু

বাংলাদেশের’ মানুষ যাতে’ ভোট দিতে না ‘পারে তাই গায়েবি মামলা দে’ওয়া হয়েছে বলে ‘আদালতে অ’ভিযোগ করেছেন বিএনপির ‘স্থায়ী কমিটির স’দস্য আমী’র খসরু মাহমুদ চৌধুরী’।শুক্রবার (৩’ নভেম্বর) পুলিশ ক’নস্টেবল হত্যার ঘটনায় রিমা’ন্ড শুনানির সম’য় ঢাকার মে’ট্রোপলিটন

 

 

ম্যাজিস্ট্রে’ট জাকী আ’ল ফারাবীর আদা’লতে এ অভিযোগ করেন তি’নি। এ সময়’ বিএনপির মিডিয়া’ সেলের আহ্বায়ক জহির উদ্দিন ‘স্বপনকেও ‘আদাল’তে তোলা হয়।এদিন দুপুরের পর আ’মীর খসরু ‘মাহমুদ ও জ’হির উদ্দিনকে আদালতে’ হাজির করে’ ১০ দিন রিমা’ন্ডে নেওয়ার আবেদন

 

 

করে পুলিশ’। রিমান্ডে ‘নেওয়ার পক্ষে ‘ও বিপক্ষে যুক্তি তুলে ধরেন আ’ইনজীবীরা। ‘পরে আদাল’তের অনুমতি নিয়ে কথা বলেন বিএন’পি নেতা ‘আমীর খসরু মা’হমুদ চৌধুরী।তিনি বলেন, ‘মাননী’য় আদালত, ‘আমার বিরু’দ্ধে যে মামলা দেওয়া হ’য়েছে, সেটি’ই প্রথম বা’নোয়াট মাম’লা নয়।

 

 

এ রকম ‘শত শত বা’নোয়াট’ গায়েবি মামলা’ দেওয়া হয়েছে। বাংলাদেশে’র অভিধা’নে (ডিকশনা’রি) গায়ে’বি মামলা নতুন শব্দ যু’ক্ত হয়েছে। বি’শ্বের কোথাও এ ‘রকম গায়েবি মামলা হয় না।’’বিএনপির ৫০ লাখ’ নেতাকর্মী’র বিরুদ্ধে গায়েবি মামলা দেও’য়া হয়েছে’ উল্লেখ ক’রে আমীর খসরু

 

 

আ’দালত’কে বলেন,’ ‘মানুষের ভোটা’ধিকার কেড়ে নিয়ে এই অবৈধ অনির্বাচি’ত সরকা’র ক্ষমতা দ’খলের জন্যই বানোয়াট মামলা দিয়ে’ যাচ্ছে।’তিনি বলে”ন, ‘মাননীয় আদালত’, আমরা কে’ন সহিংসতা’ করতে যাব? আমাদের তো স’হিংসতার দরকা’র নেই। আমরা’ মহাস’মাবেশ ডাকলে

 

 

লা’খ লাখ ‘লোক জড়ো হয়। দুঃ’খের বিষয় ‘যে, সরকার রাষ্ট্রয’ন্ত্রকে ধ্বংস ক’রে দিয়েছে’তিনি আ’রও বলেন, ‘মাননীয় ‘আদালত, জন’গণ এই সরকা’রের বিরুদ্ধে রাস্তায় নেমে’ছে। তাদের’ ধ্বংস করে দে’ওয়ার জন্য এই মামলা দেওয়া ‘হয়েছে। ২০’ থেকে ৩০ লাখ’ লোক সমাবেশে জড়ো

 

 

হয়। অনে’ক ঘটনা ঘ’টেছে। সেসব ‘নিয়ে সর’কারের কোনো মাথা’ব্যথা নেই। ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্ব’গতিতে মানুষ দু’বেলা খেতে পা’রছে না। ব্যাংক লু’ট হয়ে যাচ্ছে’। দেশ থেকে টাকা পাচার হয়ে’ যাচ্ছে।’উভয়’পক্ষের শুনা’নি শেষে আদালত ৬ দিনের রি’মান্ড মঞ্জুর” করেন।এর ‘আগে গত ২৯ অক্টোবর

 

 

রাজধা’নীর প’ল্টন মডেল  থা’নায় পুলি’শের উপপরিদর্শক মাসুক মি’য়া বাদী হয়ে মি’র্জা ফখরু’ল ইসলা’ম আলমগীর’কে প্রধান আ’সামি করে হত্যা’ মামলা করেন।এ মামলায়’ ‘বিএনপির শীর্ষ নে’তাসহ ১৬৪ জ’নের নাম উল্লেখ

সরকারকে নতুন আল্টিমেটাম চরমোনাই পীরের

 

করা হ’য়েছে। উcল্ল’খযোগ্য আ সামিরা’ হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম ম’হাসচিব রুহুল’ কবির রিজ’ভী, জহির উদ্দিন স্বপ’ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *