আজ রশিদ খানের জন্মদিন, কত হলো বয়স?

আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের জন্মদিন আজ। ২৬ বছরে পা দিলেন এই লেগস্পিনার। ১৯৯৮ সালের ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের নানগারহার প্রদেশে জন্মগ্রহণ করেন রশিদ। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা শুরু হয় ২০১৫ সালে।

এর পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন টি-টোয়েন্টি লিগে স্পিনে দাপট দেখিয়ে চলেছেন তিনি।
সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবেও টেস্ট জেতার রেকর্ড আছে রশিদের। রশিদ খান এখন পর্যন্ত ৮২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলো খেলে উইকেট পেয়েছেন ১৩০টি।

ওয়ানডে ম্যাচ খেলেছেন ৯৪টি। এক দিনের ক্রিকেটে তার উইকেটের সংখ্যা ১৭২টি। অন্যদিকে তিনি টেস্ট ম্যাচ খেলেছেন পাঁচটি। মাত্র পাঁচটি ম্যাচ খেলেই ৩৪টি উইকেট শিকার করে ফেলেছেন এই স্পিন জাদুকর।
সময়ের সঙ্গে সঙ্গে রশিদ খান এখন আরো পরিণত। বর্তমানে টি-টোয়েন্টির বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন তিনি। ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ের আছেন সেরা পাঁচে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে আফগানদের স্পিন ইউনিটের নেতৃত্বে থাকবেন তিনি। সেরাটা দিয়ে ভারত বিশ্বকাপে আফগানদের ভালো অবস্থানে নিতে মরিয়া এই স্পিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *