আওয়ামী লীগের প্রয়োজন এখন ফুরিয়ে গেছে – কাদের

আওয়ামী লীগ যারা করে, তাদের একটারও চরিত্র নেই মন্তব্য করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু মৃত্যুর আগে

বলেছিলেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে। এখন আওয়ামী লীগের প্রয়োজন ফুরিয়ে গেছে, আপনার আওয়ামী লীগে

আমি যাব? যে আওয়ামী লীগে মতিয়া চৌধুরী থাকে, যে বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল।

আপনাদের এক মিনিটের জন্যও তা গায়ে লাগে না। তাকে নিয়ে আমার বোন (প্রধানমন্ত্রী) যখন বসে থাকে, ওই আওয়ামী লীগে

আমি যাব? হাসানুল হক ইনুকে আপনারা চেনেন? জাসদ করত, যে জিয়াউর রহমানের মুক্তির জন্য ট্যাঙ্কের ওপর লাফাইছে, সেই

লোক আপনার দলে, আপনার মন্ত্রিসভার সদস্য। ওই আওয়ামী লীগে আমি যাব? আল্লাহ আমাকে কি কম দিয়েছে? গতকাল

শুক্রবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামে ফাঁসির দণ্ড মওকুফ পাওয়া রাখাল চন্দ্র নাহার বাড়িতে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবীর আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় একজন নেতা ছিল, তার নাম নিয়াজি। তাকেও যদি আওয়ামী লীগ ঘরে আনে, তাকে নিয়ে

নাচতে সময় লাগবে না। আপনাদের চরিত্র তো নেই। আপনারা যারা আওয়ামী লীগের নেতা, আপনাদের কারও চরিত্র নেই।

আমার কথা তিতা লাগতে পারে, এতে আমি ডরাইও না।

রাখাল নাহার ফাঁসি মওকুফ সম্পর্কে তিনি বলেন, রাখালের ফাঁসির দণ্ড মওকুফ করায় সেনাপ্রধান মঈন ইউ আহমেদ ও

ফখরুদ্দিন আহমেদের কোনো ভূমিকাই ছিল না। তারা শুধু ওইটুকু বলেছিলেন, একজন মুক্তিযোদ্ধার ফাঁসি হোক, এটি আমরাও চাই

না। তখন ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট ছিলেন, তিনিও বলেছিলেন, আমার কিচ্ছু করার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *