অবরোধ সমর্থনে ঢাকায় মিছিল, আসতে পারে নতুন কর্মসূচি

সরকারের পদত্যা°গ ও °° নিরপেক্ষ সর°কারসহ এক দফা দাবিতে চলমা°ন অবরো°ধ কর্মসূচিতে °°রাজধানী ঢাকাসহ সারাদেশে বি°ক্ষোভ মিছিল° করেছে °বিএনপি। রোববার আন্দোলনে™র দ্বিতীয় দফায় দে°শব্যাপী ৪৮ ঘণ্টা°র অবরোধের প্র™থম দিনে দ°লটির নেতাক°র্মীরা এ কর্মসূচি পালন° করেন। অব°রোধের শেষ দিন° আগামীকাল

সোমবার ঘো°ষণা হতে পারে °নতুন কর্মসূ°চি। আগামী বুধ ও বৃহ™স্পতিবার আবা™রও ৪৮ ঘণ্টার °অবরোধ কর্মসূচির ডাক আসতে° পা°রে বলে °জানা গেছে। °অবরোধের সমর্থনে° মিছিল করে°ছে জামায়াতে° ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২-✓দলীয় জোট, ✓জাতীয়তাবা°দী সমমনা জোট, এলডিপি, গণঅ°ধিকার পরিষদ (নুর),° এবি পাটি, গণঅধি°কার পরিষদ (রাজা)। ঢাকার বাইরে অবরোধ

সমর্থনে মিছিল ও পিকেটিং° হয়েছে। বি°এনপির ডাকা অব°রোধ কর্মসূ°চিকে সমর্থন জানি°য়েছে ইসলামী আন্দোলন বাং°লাদেশ। তবে তা°দের কাউকে মাঠে দেখা যায়নি। °গত ২৮° অক্টোবর রা°জধানী ঢাকার মহাসমাবেশ পণ্ড হওয়ার পর বিএন°পিসহ সমমনা° দলগুলো ২৯ অক্টোব°র দেশব্যা=পী সকাল-সন্ধ্যা °হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্ব=র পর্য=ন্ত অবরোধ, গ=✓ত শুক্রবার চলমান° আন্দোলনে ✓নিহত নেতা✓কর্মীদের আত্মার

মাগফে✓রাত কা✓মনা করে দো✓য়া এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে° প্রার্থনা হয়। দু™পুরে বি°এনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-স°ম্পাদক °আব্দুল কা°দির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে অ™বরোধের সমর্থনে™ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মা°লিবা°গ মোড় থেকে স°বুজবাগ পর্যন্ত মিছিল ক°রেছে।°একই সময়ে স্বেচ্ছাসেব°ক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবি°°নের নেতৃত্বে মোহাম্মদপুর

কৃষি মা°র্কেট এলাকায় °মিছিল হয়েছে। °মোহাম্মদপুর শেরে বাংলা° নগর ও °আদাবর থানার° উদ্যোগে এ মিছিল হয়। সকালে বিএ°নপির জাতীয় °নির্বাহী ক°মিটির সদস্য এবং ছাত্রদলের° সাবেক সভা°পতি কাজী রও°নকুল ইসলাম শ্রাবণের নেতৃ°ত্বে কুর্মিটো°লা হাসপা°তালের সামনে ঢাকা-গাজীপু°র সড়কে মি°ছিল হয়। এ° সময় টায়ারে আগুন

জ্বালানো হ°য়।অবরো°ধের সমর্থনে স°কালে বনশ্রী এলাকায় মিছিল ক°রে জাতীয়তাবাদী° ছাত্রদ°ল। মিছিলে সংগঠনের সহ-সভাপতি™ নাছির উ™দ্দীন নাছির°, যুগ্ম সাধারণ সম্পাদক °আব্দুস সাত্তা°র পিয়াস ও °রেহেনা আক্তার শিরিনসহ সংগঠনে°র কেন্দ্রীয়, °ঢাকা মহানগর পূর্ব, ঢাকা কলেজ, °খিলগাঁও,° সবুজবাগ, °মুগদা ও খিলগাঁও মডেল কলেজ° ছাত্রদলের নে°তাকর্মীরা অংশ নেন। উত্তরা

হাউজ° বিল্ডিং মমতা°জ মহলের সামনে ঢা°কা মহানগর উত্তর ছাত্রদ°লের সাধারণ স°ম্পাদক রা°সেল বাবুর নেতৃত্বে একটি °মিছিল হয়।° অবরোধের সম°র্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে™র ৯টি গেটে° তালা ঝুলি°য়ে দেয় বিশ্ববি°দ্যালয় শাখা °ছাত্রদল। এ সময়° প্রতিটি গেটে ‘দেশ রক্ষা™র অবরোধ সফ°ল হোক’ ™লেখাসংবলিত একটি ক™রে ব্যানার ™টাঙিয়ে দেন নে™তাকর্মীরা।সন্ধ্যায় স্বেচ্ছাসে°বক দল ঢাকা °মহানগর দক্ষি°ণের সভাপতি এ

এ জহির উ°দ্দিন তুহিন ও° সাধারণ সম্পাদ°ক সাদ মোর্শেদ পাপ্পা শিকদা°রের নেতৃত্বে °একটি মশা°ল মিছিল হয়। মিছিলটি ফ°কিরাপুল কাল°ভার্ট রোডের° সামনে থেকে শুরু হয়ে ফ°কিরাপুল পানির °ট্যাংকি হয়ে পল্টন মোড়ে এসে শে°ষ হয়। রাজধা°নীর সুবাস্তু° টাও°য়ারের সামনে বাড্ডা °থানা বিএনপি,° মিরপুর ১ নম্বর গোল চত্বর সামনে মিরপুর থা°না বিএনপি™, পল্লবী ইস্টার্ন °হাউজিংয়ে থানা

বিএনপি™ ও অঙ্গ ™সহযোগী সংগ™ঠনে°র নেতাকর্মীরা, মোহাম্মদপুর °বেড়িবাঁধে °আদাবর থা°না বিএনপি, কাকলীতে° বনানী থানা° বিএনপি,° আব্দুল্লাহপুরে °তুরাগ থানা °বিএনপি, বন™শ্রীতে রামপুরা° থানা বিএনপি এবং গুলশান °°লিংক রোডে তে°জগাঁও শিল্পা°ঞ্চল থানা বিএন°পির উদ্যোগে° বিক্ষোভ মিছি°ল হয়। মহানগর দক্ষিণের ™সূত্রাপুর, গেন্ডারিয়া™, কোতো™য়ালী, বংশাল, হাজারী™বাগ, মতি°ঝিল™, ও°য়ারী, কদ™মতলী, শ্যামপুর, যাত্রা°বাড়ী, ডেমরা, খি°লগাঁও, লালবা°গ থানাসহ সকল

থানায় অবরো°ধের সমর্থনে° মিছিল বে°র করেন নেতাকর্মীরা। জামায়াতে ইসলাম
অবরো°ধের সমর্থ°নে রাজধানীর °কমলাপুর সড়কে জামায়াতে ই™সলামীর মজ™লিসে শু™রা সদস্য অ্যাডভোকেট ড. হে™লাল উদ্দিনে™র নেতৃত্বে মি™ছিল হয়। গেন্ডারিয়া রেলস্টেশনের° রেললাইনে অ°বরোধে°র সমর্থনে বের হওয়া মিছিলে °নেতৃত্ব দেন °মজলিসে শুরা °সদস্য দেলাওয়ার হোসেন। রায়ে°রবাগে মিছিলে° নেতৃত্ব দে°ন জামায়াতের

মজলি°সে শু°রা সদস্য° মু. কামাল °হোসাইন। ডেমরায় অবরোধের °সমর্থনে বে°র হওয়া °মিছিলের নেতৃত্ব দেন মজলিসে° শুরা সদস্য° মোকাররম °হোসাইন খান। রামপুরা-স্টাফ° কোয়া°র্টার এলাকা°য় মিছিলের নেতৃত্ব দেন মজলিসে° শুরা সদ°স্য শামসুর রহমা°ন। গ্রীনরোডে বের হওয়া মিছি°লের নেতৃত্ব° দেন ঢাকা মহা°নগর দক্ষিণের আবদুল মান্না°ন। জামায়াতে° ইসলামী°র কর্মপরিষদ সদস্য

মুহাম্মদ° রেজাউল° করিমের নেতৃত্বে °রাজধানীর উত্তরায় মিছিল হয়। °জামায়াতে°র মজলিসে শু°রা সদস্য মাহফুজুর রহমানের° নেতৃত্বে মি°রপুরে স্টেডিয়াম° এলাকায়, ভাটারা এলাকায় মিছি°লে জা°মায়াতের ঢাকা°° মহানগর উত্তরের সহকারী °সেক্রেটারি না°জিম উদ্দি°ন মোল্লা নেতৃত্ব দেন। কাফরুলে° মিছিলের° নেতৃত্ব দেন °জামায়াতের মজলিসে

শুরার ডা°. মো. ফখরুদ্দী°ন মানিক। °মগবাজার রেলগেটে °মিছিলের নে°তৃত্ব দেন মহান°গর উত্তরের প্রচার-মিডিয়া সম্পা°দক আতাউর° রহমান সরকার°। মিরপুরের পূরবী বাস°স্ট্যান্ডের সাম°নে মিছিলে নে°তৃত্ব দেন বাংলাদেশ✓ যুব কল্যাণ° পরিষদের ঢা°কা মহানগরী সেক্রেটারি নাসির উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *