অবরোধেও বাস-মিনিবাস চলবে কি না জানাল মালিক সমিতি

ঢাকা স’ড়ক পরি’বহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এ’নায়েত উল্যা’হ জানিয়েছেন, অবরোধে ঢাকাসহ সারা দে’শে বাস-মিনি’বাস চলাচল স্বাভাবিক থাকবে

।আগামী”কাল বুধবার “(১৫ নভেম্বর) থেকে সারা দেশে ফের ‘বিএনপির ডা’কা ৪৮ ঘণ্টা সড়ক-রেল-নৌপথ অবরোধ’ কর্মসূচি ‘প্রসঙ্গে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর)

এ কথা “জানান এনা’য়েত উল্যাহ।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি”তে তিনি “বলেন”, আগামীকাল বুধবার থেকে

বৃহস্প”তিবার প”র্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে “বাস-মিনিবাস “চলাচল স্বাভাবিক থাকবে। তিনি ঢাকাস”হ সারা দেশে গাড়ি” চলাচল স্বাভাবিক রাখার জন্য

সমিতি/”কোম্পানিভুক্ত “মালিকদের অনুরোধ জানান।এনায়েত উল্যা”হ বলেন, দেশের “রাজনৈতিক অঙ্গনে

অস্থিতিশীল পরিস্থিতি” সৃষ্টি করার “জন্যই বিএনপি বারবার এমন জনবিরোধী” কর্মসূচি দিচ্ছে”। অবরোধের নামে গাড়ি ভাঙচুর,” অগ্নিসংযোগ”, শ্রমিকের জীবনহানি কোনোভাবেই

মেনে “নেওয়া যায় না”। দেশের সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা বিএ”নপির ডা”কা অবরোধ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। “জনগণের দুর্ভোগে”র কথা মাথায় রেখে মালিক-

শ্রমিকরা “অবরোধ উপে”ক্ষা করে রাস্তায় গাড়ি চালাবে।অবরোধের দি”ন গাড়ি চলা”চলে যেন কোনো প্রকার বাধ”গ্রস্ত না হয় “সেজন্য ঢাকাসহ

জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপ”ত্তা ব্যবস্থা জো”রদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন”কে তিনি অনুরো”ধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *