অনুমতি ছাড়াই সমাবেশ করবে জামায়াত

অনুমতি না পেলে,’ও আগের ঘো’ষণা অনুযায়ী আজ শনিবার ‘ শাপ’লা চত্বরে মহাসমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইস’লামী। সব ধর’নের বাধা উ’পেক্ষা করে সমাবেশে যোগ’ দিতে নেতা-কর্মী’দের প্রতি আহ্বান জানিয়েছে”ন দলের নেতারা।

 

 

‘একই দিনে রাজধানীতে সমাবেশের “ঘোষণা দিয়েছিল তিন দল’। তারা অনুমতি চেয়ে ঢাকা মহা’নগর “পুলিশের কাছে আ’বেদনও করে। তবে গতকাল’ শুক্রবার সন্ধ্যায় পুলিশ ‘জানিয়ে দেয়, বিএনপি ও আওয়া’মী লীগ তাদের পছন্দের’

 

 

জায়গায় সমাবেশ করতে পারবে; “কিন্তু জামায়াতকে সমাবে’শের অনুমতি দেওয়া হয়নি।পুলি’শের এ ঘোষণার আ’গে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে’র ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেন,

 

 

‘জামায়াতের’ মহাসমাবেশ বানচাল করার জ’ন্য কোনো কোনো মহলের ‘পক্ষ থেকে নানাভাবে গুজব ও ‘মিথ্যা তথ্য ছড়িয়ে জনগ’ণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে”। কোনো ধরনের গুজবে’ কান না দেওয়ার জন্য আহ্বান’ জানাচ্ছি।

 

 

দেশ ও জাতির ‘বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত’ মহাসমাবেশে দলে দলে ‘যো’গদান করে সর্বাত্মক’ভাবে সফল করে তোলার’ জন্য দেশবাসীর প্রতি আহ্বান’ জানাচ্ছি।’মহাসমাবেশ বা’স্তবায়নের লক্ষ্যে এদিন সমন্বয় স’ভা করে ঢাকা মহানগরী’ উত্তর জামায়াত। সভায় বিভিন্ন

 

 

প’রিকল্পনা বাস্তবায়নের’ দিক নিয়ে পর্যালোচনা করা হয়। সুশৃ’ঙ্খ’লভাবে সমাবেশ বাস্ত”বায়নে সবাইকে ভূমিকা রাখার আ’হ্বান জানানো হয়।স’ভায় সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী উ’ত্তরের ভারপ্রাপ্ত’ আমির আব্দুর রহমান মূসা

 

 

বলেন, ‘ত’ত্ত্বাবধায়ক সরকা’র প্রতিষ্ঠা, কারারুদ্ধ নেতা-কর্মী ও আলেম-ও’লামাদের মু’ক্তি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবারের’ মহাসমাবে’শ হবে মুক্তিকামী মানুষের

 

 

জন্য মাইলফল’ক। মহাসমাবেশ’ বাস্তবায়নে প্রশাসনের আন্তরিক সহযোগিতা’ কামনা কর’ছি এবং সবকিছু উপেক্ষা করে নগরবাসী’কে দলে দলে যো’গদানের আহ্বান জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *