আনন্দে উন্মাতাল আর্জেন্টিনা, ছাদখোলা বাস মরক্কোতেও

লাল টুকটুকে বাসের খোলা ছাদে দাঁড়িয়ে মরক্কোর খেলোয়াড়েরা। রাস্তার দুই ধারে সাধারণ মানুষের অভিবাদনের জবাব দিচ্ছেন তাঁরা। বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে ওঠা, এরপর চতুর্থ হওয়াটাই বিস্ময়। দেশের মানুষের কাছ থেকে তাই মরক্কো দল পেয়েছে চ্যাম্পিয়ন হওয়ারই সংবর্ধনা।

বুয়েনস এইরেসে আর্জেন্টিনা দলকে উন্মাতাল সংবর্ধনা দিয়েছে দেশের মানুষ। উঁচু এই পোলের ওপর এই সমর্থক উঠলেন কীভাবে, সেটি এক বড় বিস্ময়। আর্জেন্টিনা দলের সঙ্গে যেকোনোভাবেই জড়িয়ে থাকেন প্রয়াত কিংবদন্তি।

বুয়েনস এইরেসের ওবেলিসকো স্মৃতিসৌধ ঘিরে লাখো মানুষের ঢল। খোলা ছাদের বাসে উৎসবে মেতেছেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনার অন্য দুই তারকা—রদ্রিগো দি পল ও লিয়ান্দ্রো পারেদেস। মেসিই মধ্যমণি। আর্জেন্টাইন ফুটবলাররা মাতলেন আনন্দ-উৎসবে রাবাতের রাস্তায় মরক্কোর জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষ। জাতীয় দলের সাফল্যে আনন্দিত রাবাতের সাধারণ নারীরাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *