হাজারীবাগে আ.লীগ-বি’এনপি সং’ঘর্ষ

রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেলের সামনে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান সংঘর্ষে রূপ নিয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সংঘর্ষে জড়ায় দল দুটি। বিকেল তিনটায় পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে করার সমাবেশ করার কথা ছিল বিএনপির। একই স্থানে কর্মসূচি হাতে নেয় ধানমন্ডি থানা আওয়ামী লীগ। দুই দল মুখোমুখি হলে সংঘর্ষ হতে পারে এমন চিন্তা মাথায় রেখে দুই দলকেই সমাবেশ না করতে বলে পুলিশ৷ বিএনপির পক্ষ থেকে সমাবেশস্থল পাল্টানো হয়।

সোমবার দুপুরে সমাবেশের প্রস্তুতি নিলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় দলটির। উভয়পক্ষের লোকজনের ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়ায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষের কারণে মানুষ দ্বিগ্বিদিক ছোটাছুটি করছে। দোকানপাট বন্ধ করেছে ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *