লঞ্চভাড়া ‘বাড়েনি’

জ্বালানি তেলের দাম বৃদ্ধির’ পর দেশের গণপবিহন ও দুরপাল্লার বাসের ভাড়া বেড়েছে। গণপরিবহনে প্রতি কিলোমিটারে’ ৩৫ পয়সা বেড়ে ২ টাকা ৫০ পয়সা বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। যা পূর্বে ছিল’ ২ টাকা ১৫ পয়সা।

এছাড়া দূর পাল্লার’ বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বেড়ে ২ টাকা ২০ পয়সা বাস ভাড়া’ নির্ধারণ করা হয়েছে। যা পূর্বে ছিল ১ টাকা ৮০ পয়সা।এদিকে বাস ভাড়া’ বাড়লেও বাড়ছে না লঞ্চভাড়া। আগের’ ভাড়াতেই নৌযানগুলো চলবে। শনিবার (৬ আগস্ট) রাতে বাংলাদেশ লঞ্চ’ মালিক সমিতির সভাপতি এস পি মাহবুব উদ্দিন’ আহমেদ একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেনতিনি বলেন, ‘বাস ভাড়া নির্ধারণ হলো।

কাল থেকে বাসে’ ভাড়া কর্যকরের পদ্ধতি’ দেখবো। আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ’ করবো। তারপর’ মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেবো, লঞ্চের ভাড়া বাড়ানোর’ বিষয়ে’ কী করা যায়।
উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ’ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টার পর থেকে ডিপোর’ ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য (১ লিটার) ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন’ ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *