প্রেমের টানে’ মালদ্বীপের নারী’ কুমিল্লায়!

কুমিল্লার রাসেল জীবিকার’ তাগিদে পাড়ি জমান সমুদ্র অর্থনীতি ও পর্যটন নির্ভর দেশ মালদ্বীপে। কাজের সূত্রে ২০২০ সালের মাঝের দিকে মালদ্বীপের রাজধানী’ মালেতে রাসেলের সাথে পরিচয় হয় সে দেশের নারী হাব্বা আহমেদের সাথে। পরিচয় থেকে প্রেম তারপর’ ২০২১ সালের অক্টোবরে মালদ্বীপেই বিয়ের পিঁড়িতে বসেন দুজন।

রবিবার (২৪ জুলাই) মালদ্বীপের তরুণীকে’ নিয়ে দেশে এসেছেন রাসেল। বরুড়া উপজেলা পয়ালগাছা ইউনিয়নের গন্ডামারা গ্রামের আঃ রশিদের বড় ছেলে’ মোহাম্মদ রাসেল। হাব্বা আহমেদ মালদ্বীপের মালে সিটির আহমেদ দিদির মেয়ে। হাব্বা আহমেদ ও মোহাম্মদ রাসেল মুসলিম রীতিনীতে বিয়ে’ করেন মালদ্বীপের মালে সিটিতে।

এই নিয়ে স্বামী মোহাম্মদ রাসেল বলেনভালোবেসে’ বিয়ে করেছি। এখন সে আমার গ্রামের বাড়িতে এসেছে। সে এখানে এসে অনেক খুশি। ১০/১২ দিন থেকে আবার চলে যাবে। স্থানীয় মেম্বার’ জাহাঙ্গীর হোসেন বলেন আমি শুনেছি। সে মালদ্বীপের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে। এখন দেশে’ নিয়ে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *