সড়ক ভালো থাকায়’ ঈদে কোথাও যানজট’ হয়নি: সেতুমন্ত্রী!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী’ ওবায়দুল কাদের বলেছেন পবিত্র ঈদুল আজহার সময় সড়কের অবস্থা ভালো থাকায় কোথাও যানজটের সৃষ্টি’ হয়নি।

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে’ এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন এবার ঈদের সময় সব জায়গায় সড়কের অবস্থা’ ভালো ছিল।

তাই কোথাও যানজট হয়নি। তবে কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে বলে স্বীকার’ করেছেন মন্ত্রী। তিনি বলেন উত্তরাঞ্চলের রুটে সমস্যা বেশি হয়েছে। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না। পদ্মা সেতুর চালু হওয়ার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের’ মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ’ সম্পাদক ওবায়দুল কাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *