১২ লাখের ‘স্বপ্নের ‘রাজা’ সাড়ে ৩ লাখে বিক্রি!

মানিকগঞ্জের সাটুরিয়া’ উপজেলার চরতিল্লী এলাকার স্বপ্নের রাজা বিক্রি হয়েছে মাত্র ৩ লাখ ৫৫ হাজার টাকায়! শনিবার (৯ জুলাই) রাজধানীর গাবতলী গরুর’ হাটে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি বিক্রি করেন নেহার আলী।

নেহার আলীর কাছে ষাড়টির’ পূর্বের দামের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আগের দামের কথা বলে লাভ নাই। গত তিন বছরে গরুটি যে টাকার খাবার খাইছে’ সেই টাকাটাও উঠে নাই। গাবতলী’ হাটে ওঠার পর স্বপ্নের রাজার দাম চেয়েছিল ১২ লাখ টাকা। কিন্তু এত কম দামে কেন বিক্রি করলেন— জানতে চাইলে গরুর মালিক নেহার’ আলী

বলেন উপায় ছিল না। গরু বিক্রি করে বাসায় ফিরতে হবে। তাই বিক্রি করে দেওয়া। অপরদিকে’ অন্য আরেকটি গরু পাঁচ লাখ টাকা দাম চাওয়া হলেও গরুটি ২ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি হয়। কেরানীগঞ্জের ব্যবসায়ী কাজী’ ইয়াসিন গরুটি কেনেন। গরুর মালিক গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রায়হান বলেন বয়লার’ মুরগির দামে গরুটি বিক্রি করে গেলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *