‘স্বর্ণের দাম কমলো!

স্বর্ণের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে’ দাম কমার কারণে বাংলাদেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স’ সমিতি (বাজুস)। বৃহস্পতিবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সমিতি।
বুধবার (৬ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ’ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ’ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে’ স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি’ (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমে ৭৮ হাজার ৩৮২ টাকায় নেমে এসেছে। যা আগে ছিল ৭৯ হাজার’ ৫৪৮ টাকা। এর আগে জুন মাসের ৭ তারিখে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর’ সিদ্ধান্ত নেয় বাজুস। সেসময় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২৯১৭ টাকা কমেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *