ফি’লিস্তিনের ২ লাখ পরিবারে শিগগিরই বন্ধ হচ্ছে জাতিসংঘের খাদ্য সহায়তা

খুব শিগগিরই জাতিসংঘের খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি পরিবারে। আগামী জুন মাসের মধ্যে এ সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি ডব্লিউএফপি। খবর আল জাজিরার।

জাতিসংঘের এ সুবিধা পেতো প্রায় ৬০ শতাংশ ফিলিস্তিনি পরিবার। অর্থ সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে ক্ষোভ জানান সংস্থাটির ফিলিস্তিন প্রতিনিধি সামের আবদেল জাবের। সহায়তা চালু রাখতে হলে এ বছরের শেষ নাগাদ প্রয়োজন প্রায় ৫১ মিলিয়ন মার্কিন ডলার।

তহবিল বাড়ানো না গেলে আগস্টের মধ্যে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বন্ধ করা হবে সংস্থাটির কার্যক্রম। প্রকল্প বন্ধ হলে ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের। তহবিল ঘাটতি পূরণে নতুন দাতা সন্ধানে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *