অপেক্ষার প্রহর শেষ হতে আর বাকি ১৩ দিন, এরই মধ্যা নতুন সুখবর দিল কাতার

কাতার বিশ্বকাপের অপেক্ষার প্রহর শেষ হতে আর বাকি মাত্র ১৩ দিন। উৎসবের নগরী দোহা সেজেছে রং-বেরঙের সাজে। শহরের সৌন্দর্য উপভোগ করতে ছুটছেন প্রবাসী বাংলাদেশিরা।

মধ্যপ্রাচ্যে মরুর বুকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। শুধু এক ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটির ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ৮টি স্টেডিয়াম।

১ নভেম্বর থেকে কাতারে আসতে শুরু করেছেন হায়া কার্ডধারী দর্শকরা। বিশ্বকাপ ঘিরে এখন উৎসবের নগরী কাতারের রাজধানী দোহা। কাতারের সুউচ্চ বড় বড় ইমারত ও দালানকোঠা, রাস্তাঘাট সেজেছে নতুন সাজে।

দোহা শহরের সৌন্দর্য উপভোগ ও প্রিয় দলের সমর্থন নিয়ে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা বলছেন, কাতারে এখন সাজ সাজ রব। কাতার কীভাবে সাজানো হয়েছেসেই দৃশ্য দেখতে এসেছেন তারা।

বিশ্বকাপ উপলক্ষে কাতারকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তারা খুবই আনন্দিত যে এখানে বিশ্বকাপ আয়োজন হচ্ছে। ২০ নভেম্বর কাতার বনাম ইকুয়েডর ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। ১৮ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে শেষ হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *