৯টা- ৫টা ডিউটি করে বিরক্ত, সব ছেড়ে জঙ্গলে চলে গেলেন যুবক

রোজ ৯টা- ৫টা ডিউটি করে বিরক্ত হয়ে জঙ্গলে জমি কিনে বাড়ি তৈরি করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। যুবকের নাম রবার্ট ব্রেটন (৩৫)। খবর নিউইয়র্ক পোস্ট’র।

রবার্ট ব্রেটন একটি মুদি দোকানের ক্যাশিয়ার হিসাবে কাজ করতেন তিনি। কিন্তু ২০২০ সালে এই একঘেয়ে জীবন বদলে পুরোদমে বনমানুষ হবার পরিকল্পনা করেন ব্রেটন।

প্রথমে তিনি চাকরি ছাড়েন। এরপর ২৯ হাজার ৮৫০ ডলার খরচ করে হাওয়াই রাজ্যের জঙ্গলে একটি প্লট কিনেন। সেখানে নিজ হাতে তৈরি করেন ঘর। ২০০ বর্গফুটেই সেই বাড়িটি তৈরি করতে ব্রেটনের ২ বছর লেগেছে। এছাড়া বৃষ্টির পানি ব্যবহার করে নিজের খাদ্য উৎপাদন করেন তিনি নিজেই। এ ছাড়া দুটি সোলার প্যানেল স্থাপন করেছেন নিজের প্রযুক্তি পণ্য চার্জ দেয়ার জন্য। বনমানুষ ব্রেটন এখন অন্যদেরও ৯টা-৫টার চাকরি ছেড়ে তার পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *