চলতি বছরের ২৮ জুলাই রাজনৈতিক সমাবেশ শেষে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন মাদ্রাসা শিক্ষার্থী হা ফেজ রেজাউল করিম। সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গত ৮ আগস্ট ইসলামী সমমনা ছাত্র সংগঠনগুলো সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে জোটটি আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল।
সংবাদ সম্মেলনে লিখিত ব ক্তব্য পাঠ করেন সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ও ইস লামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
এ সময় তিনি বলেন, ‘আ মরা ইতিমধ্যে আটটি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের সর্বদলীয় ছাত্র ঐক্য নাম দেওয়ার পিছনে একটা বড় কারণ হলো আমরা মনে করি বাংলাদেশের যেকোনো ছাত্র সংগঠন এই দাবির সাথে ঐক্যমত হলে আমাদের প্ল্যাটফর্মে আসতে পারবে। আমরা দেশের সকল ছাত্র সংগঠনকে নিয়ে এ দাবি আদায় করতে চাই।’
তিনি আরো বলেন, ‘রেজাউল করিম কোন রাজনৈতিক দলের কর্মী ছিল না।
তা সত্ত্বেও আওয়ামী সন্ত্রা সীরা রেজাউলকে নির্মমভাবে খুন করেছে। এই খুনের সঙ্গে কারা জড়িত তা এখন পরিষ্কার। কিন্তু হত্যাকাণ্ডের ২০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের কোন পদক্ষেপ দৃশ্যমান হয়নি। আমরা মনে করি, অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের এই নীরবতায় মানুষকে আইনের প্রতি আস্থাহীন করে তুলবে।
শরিফুল ইসলাম রি য়াদ বলেন,’এ ঘটনার প্রতিবাদে আগামী ১৮ আগস্ট বায়তুল মোকাররমের উত্তর গেটে ও আগামী ২৪ আগস্ট শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে সর্বদলীয় ছাত্র ঐক্য।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাকি, খে লাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের কে ন্দ্রীয় সভাপতি তানজিল আমির ও ছাত্র জমিয়তের বাংলাদেশের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদসহ জোটটির বিভিন্ন নেতৃবৃন্দ।