বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন স্বামী মো. মামুন মিয়া। সোমবার বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে স্ত্রী মোসা. ইয়াসমিনসহ দুজনের বিরুদ্ধে এ মামলা করেন তিনি।
এ ঘটনায় মো. মামুন মিয়া সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি জানান, তার নিজ বাড়ি উজিরপুর উপজেলার বৈরকাঠী গ্রামে। ব্যবসা সূত্রে তিনি বাকেরগঞ্জ পৌরসভায় বসবাস করেন। ২০১২ সালের ১৭ মে
ভালবেসে তিনি ঝালকাঠী থানার উত্তমনগর গ্রামের নজির আহমেদের কণ্যাকে বিয়ে করেন। বিয়ের পরে তাদের মাইশা নামের একটি কণ্যা সন্তান হয়। সংসার চলাকালীন ২০১৭ সালে মামুনের পিতা কাঞ্চন মিয়া তার পুত্রবধূ ইয়াসমিনকে ৮ শতাংশ জমি অছিয়তনামা দলিল করে দেন। এরপরেও তার স্ত্রী তার নিকট বিভিন্ন অযুহাতে টাকা পয়সা চায়তে থাকেন।
পরবর্তীতে তার স্ত্রী ইয়াসমিন তার মায়ের নামে জমি কিনে পাকা ঘর নির্মাণ করার জন্য টাকা পয়সা দিতে তার উপর চাপ সৃষ্টি এবং বিভিন্ন সময় মানসিক নির্যাতন করেন। এমতাবস্থায় স্ত্রী ইয়াসমিন তার মায়ের নামে পাকা ঘরের ছাদ তৈরির জন্য ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, গত ২৫ আগস্ট তাহার বসতবাড়িতে এনিয়ে সালিশ বৈঠক বসে। ওই বৈঠকেও তার স্ত্রী পূর্বের দাবিকৃত যৌতুকের ৫ লাখ টাকা না দিলে সংসার করবে না।
মামুন সাংবাদিকদের জানান, প্রশিকা এনজিওতে কর্মরত তার স্ত্রী ইয়াসমিন কথিত ম্যানেজার জলিলের সঙ্গে পরকীয়ায় মগ্ন রয়েছে। যে কারণে তার স্ত্রী নিজে এবং বিভিন্ন লোক দিয়ে তাকে হুমকি দিচ্ছে। এমনকি তিনি যাতে বাকেরগঞ্জে বসবাস করে ব্যবসা না করতে পারেন সেজন্য তার স্ত্রী তাকে হুমকি দিচ্ছে। এতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগিতা কামনা করেছেন।