ইয়েমেন সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সৌদি আরবের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) নতুন এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টাকালে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ইথিওপিয়ান। অভিবাসীরা বিবিসিকে জানান, গুলির আঘাতে অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।
এইচআরডব্লিউকে অভিবাসনপ্রত্যাশীরা জানায়, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের উত্তর সীমান্তে সৌদি পুলিশ ও সৈন্যরা অভিবাসনপ্রত্যাশীদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়েছে। এ ছাড়া বিস্ফোরক অস্ত্র দিয়েও তাদের আঘাত করেছে।
সৌদি সরকার বলছে, অভিযোগগুলো তারা গুরুত্ব সহকারে দেখছে। তবে এসব হত্যাকাণ্ড পরিকল্পিত বা বড় আকারের ছিল- জাতিসংঘের এমন বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। এর আগেও সৌদি আরব পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার মতে, বছরে ২ লাখের বেশি মানুষ হর্ন অফ আফ্রিকা থেকে সমুদ্রপথে ইয়েমেনে যায়। তারপর সেখান থেকে সৌদি আরবে প্রবেশ করে।