হজের পর সৌদি আরবে’ আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। সর্বশেষ গতকাল’ বুধবার (২৭ জুলাই) নওগাঁ জেলার মো. নাজিম উদ্দীন (৬২) জেদ্দায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পাসপোর্ট’ নম্বর- EE0749538। আজ শুক্রবার (২৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের’ আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে হজ করতে’ গিয়ে এ নিয়ে ২৪ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি মারা গেলেন। এরমধ্যে পুরুষ’ ১৭ ও মহিলা ৭ জন। মক্কায় ১৯, মদিনায়’ ৩ ও জেদ্দায় ২ জন মারা যান।অন্যদিকে বৃহস্পতিবার (২৮ জুলাই) পর্যন্ত হজ’ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন’ ৩৫ হাজার ৩৮৯ জন হাজি।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত গত ১৬৫টি’ ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান’ ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।এর আগে হজযাত্রীদের ফিরতি’ ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়। এ পর্যন্ত মোট’ ৯০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন।
এরমধ্যে বিমান বাংলাদেশ’ এয়ারলাইন্স পরিচালিত ৫০টি, সৌদিয়া এয়ারলাইন্স’ পরিচালিত ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত’ ২টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট। আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায়’ শেষ পর্যায়ে আগত সকল হাজিরা এখন মদিনায়’ অবস্থান করছেন।
তারা মদিনায় রসূল (স.) এর রওজা মোবারক জিয়ারত, রিয়াজুল জান্নাতে নামাজ আদায়, মদিনায় ৮ দিন অবস্থান’ এবং মসজিদে নববীতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন।