সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তাসকিন

বিশ্বকাপের” আ”গে থেকেই বাংলাদেশ ক্রিকেটে ভর করেছি”ল এক”রাশ বিতর্ক। দলের দুই নির্ভরযোগ্য তারকা সাকিব “আল “হাসান এবং তামিম ইকবালের মাঝে দ্বন্দ্বের

খবর বি”শ্বকা”পের আগেই দেশের গণমাধ্যমের শিরোনাম হয়ে যা”য়। ব”ড় রকমের সেই বিতর্কের চাপ মাথায় নিয়েই বিশ্বকাপ” খেল”তে হয়েছে বাংলাদেশকে। মাঠের বাইরের

চাপ “আর “মাঠের পারফর্ম্যান্স কোনটাই বাংলাদেশের পক্ষে ছিল “না এ”ই পুরো আসরে। পুরো বিশ্বকাপে বারবারই খেলো”য়াড়দে”র কাছে প্রশ্ন ছিল তামিম এবং

সাকিবের এই ইস্যুকে ‘কেন্দ্র’ করে। গতকাল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের “পর’ দলের পেস বোলার তাসকিনের কাছেও প্রশ্ন করা “হয় তা”মিম এবং সাকিব

ইস্যুতে। খোলা মনে সেই প্রশ্নের উ”ত্তরও” দিয়েছেন তাসকিন আহমেদ। ম্যাচ শেষে মিক্স জো”ন সা”কিব-তামিম ইস্যু নিয়ে তাসকিন বলেন, ‘খেলো”য়াড় হি”সেবে,

আমাদের হাতে এই জিনিসটার তেমন “কিছুই” ছিল না। নিঃসন্দেহে কোনো ঝামেলা ভালো না। আ”মাদে”র নিয়ন্ত্রণে ছিল না বিষয়টা। সব সময় যদি এ ধর”নের ঝামে”লা হয়ে

থাকে, যে কারও সঙ্গেই হোক না কে”ন, সেটা” না হওয়াটাই ভালো। কোনো ঝামেলা-ই ভালো “না।’ পু”নের মাঠে একেবারেই ভাল করতে পারেননি বোলাররা”। মি”চেল

মার্শ একাই করেছেন ১৭৭ রান। এর ব্যাখ্যাও” দিলে”ন তাসকিন, ‘ব্যাটিং উইকেটে আমরা যথেষ্ট রান “না করা”য় আমাদের খানিকটা কম ঝুঁকি নিয়ে ব্যাটিং করেছে”

প্র”তিপক্ষরা। যখন থিতু হয়ে গেছে তখন আবার মেরে”” খেলছে”। যদিও আমরা আরও একটু ভালো করতে পারতা”ম।’অব”শ্য নিজের বোলিং খুব খারাপ ভাবতে

নারাজ “তাসকি”ন, ‘ভারতে খেলে কেউ যদি ছয় কিংবা সাড়ে “ছয় ইক”নোমিতে ১০ ওভার শেষ করতে পারে এটা খুব ভা”লো। “আমার কাছে মনে হলো। ভালো করতে

পারিনি”, সামনে” আবার চেষ্টা করতে হবে। কারণ আশা করা ছা”ড়া তো” কিছুই নেই জীবনে। না পারলে আবার চেষ্টা “করতে হ”বে এই আরকি।’বাংলাদেশ ম্যাচ জিতলে

বোলারদে”র নিয়ে” এতসব কথা হতো না বলেন জানান তাসকি”ন, ‘এ”টাও হতে পারে। যদি আমরা জিততাম এসব কো”নো “প্রশ্নই হতো না। হারার কারণে চোখে পড়ছে বেশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *