আগামীকাল ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। প্রতিযোগিতার ঐতিহ্য অনুযায়ী মূল লড়াইয়ের আগের দিন অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক নিয়ে ‘ক্যাপ্টেন্স মিট’ অনুষ্ঠান। আর এই প্রোগামেই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে বিপত্তি বাঁধায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি ক্যাপশন।
বুধবার (৪ অক্টোবর) আহমেদাবাদে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে ‘ক্যাপ্টেন্স মিট’ নামক অনুষ্ঠানের আয়োজন করে আইসিসি। সেখানেই অন্যান্য অধিনায়কদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিবও। সেখানে সাকিবকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে আইসিসি।
ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠানে টাইগার অধিনায়ক সাকিবকে ভুলবশত পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিয়েছে আইসিসি। প্রোগাম চলাকালীন মাইক হাতে নিয়ে কথা বলছিলেন সাকিব। ঠিক তখন বাংলাদেশ দলপতির নামের নিচে গ্রাফিক্সজনিত ভুলে লেখা ছিল সাকিব আল হাসান ‘ক্যাপটেন পাকিস্তান’।
এবারের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা বিদ্যমান ছিল। বারবার সূচি পরিবর্তন, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীদের ভিসা জটিলতা, পাকিস্তান দলের ভেন্যু নিয়ে আপত্তি এইসব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে থেকেই সমালোচনায় জড়ায় স্বাগতিক ভারত।