সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে পদ হারালেন পটিয়ার ছাত্রলীগ নেতা

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে এবার পদ হারিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক মো. ইসতিয়াক পারভেজ নামের এক ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাকে সাময়িক বহিষ্কারের কথা জানায় পটিয়া উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে ইসতিয়াক পারভেজ (উপ-সাংস্কৃতিক সম্পাদক, পটিয়া উপজেলা ছাত্রলীগ) কে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

একই সাথে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা বরাবর সুপারিশ করা হলো।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল কালের কণ্ঠকে বলেন, ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনের নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়ায় তাকে বহিষ্কার করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *