সরকার আবারও গুমের খেলা শুরু করেছে: রিজভী

নির্বাচন সামনে রেখে সরকার আবারও গুমের মতো খেলায় মেতে উঠেছে। ছাত্রদলের প্রভাবশালী নেতাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ অভিযোগ করেন তিনি। বলেছেন, নিশি রাতের নির্বাচন বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আবারও নীল নকশা বাস্তবায়ন শুরু করেছে।

রিজভী অভিযোগ করেন, বিনা ভোটের সরকার জনগণকে পদদলিত করে বিদেশিদের কাছে ভিক্ষা চাইছে। বিএনপির ঐক্যে ফাটল ধরাতে না পেরে আওয়ামী লীগের ক্রোধের আগুন দাউদাউ করে জ্বলে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *